ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

লক্ষ্ণৌয়ে রামদেবের জনসভায় নিষেধাজ্ঞা জারি

কলকাতা থেকে সুকুমার সরকার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৪
লক্ষ্ণৌয়ে রামদেবের জনসভায় নিষেধাজ্ঞা জারি যোগগুরু রামদেব

কলকাতা: ভারতের লক্ষ্ণৌ জেলায় ১৬ মে পর্যন্ত কোনো জনসভা বা সংবাদিক বৈঠক করতে পারবেন না যোগগুরু রামদেব।

রোববার এ মর্মে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন।



ভারতের নির্বাচন কমিশন এই নিষেধাজ্ঞা শুধুমাত্র লক্ষ্ণৌতেই জারি করেছে। উত্তরপ্রদেশের অন্য এলাকার ক্ষেত্রে  এ নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়।

শুক্রবার এক অনুষ্ঠানে বিজেপি সমর্থক রামদেব বলেছিলেন, কংগ্রেসের সহ-সভাপতি রাহুল দলিত এলাকায় যান তাদের সঙ্গে মধুচন্দ্রিমা ও পিকনিক করতে৷ যোগগুরু আরও মন্তব্য করেন, রাহুল গান্ধী যদি কোনও দলিত মহিলাকে বিয়ে করতেন, তা হলে এতদিনে প্রধানমন্ত্রী হয়ে যেতে পারতেন৷

রামদেব বলেন, রাহুলের মা ছেলেকে বলেছিলেন, বিদেশিনী বিয়ে করলে তোমার আর প্রধানমন্ত্রী হওয়া হবে না৷ কিন্তু রাহুলের ভারতীয় মেয়ে পছন্দ নয়৷ তাই মা সোনিয়া গান্ধী ছেলেকে বুঝিয়েছেন, আগে প্রধানমন্ত্রী হওয়ার জন্য পরিশ্রম কর, প্রধানমন্ত্রী হলে তোমার ইচ্ছেমতো মেয়েকে বিয়ে কোরো৷

রামদেবের এই মন্তব্যের জেরে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয় ভারত জুড়ে৷ পরিস্থিতি বেগতিক বুঝে রামদেব অবশ্য গুটিয়ে যান৷ বলেন, তিনি সরল বিশ্বাসে কথাগুলি বলেছিলেন৷ তাতে যে দলিত সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত লাগবে তা তিনি বুঝতে পারেননি৷ 

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।