ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতের ভোট: তথ্য কনিকা

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, মে ১৬, ২০১৪
ভারতের ভোট: তথ্য কনিকা

আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগোই পদত্যাগ করেছেন। রাজ্যে কংগ্রেসের ভরাডুবিতে নিজের দায় স্বীকার করে পদ থেকে সরে দাঁড়ালেন তিনি।



গুজরাটের গান্ধী নগরে নরেন্দ্র মোদীর বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাড়ির চারিদিকে রাস্তায় টহল বসিয়েছে পুলিশ।

ভোটের ফলের যে প্রবণতা দেখা যাচ্ছে তাতে অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী পদটি ফের পেতে যাচ্ছেন তেলেগু দেশম পার্টির নেতা চন্দ্রবাবু নাইডু।

এদিকে টুইটারে টুইট করে নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন চন্দ্রবাবু নাইডু। বলেছেন তার সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি। কেন্দ্র ও রাজ্য সরকারে উন্নয়ন ও সুশাসনই হবে আমাদের লক্ষ্য।

এহেমের রাজীব শুক্লা বলেছেন, এই পরাজয়ের জন্য আমরা সকলেই দায়ী। মোদি একটি স্বপ্ন বিক্রি করেছেন এবং ভারতের মানুষ তা কিনে নিয়েছে।

উত্তর-পূর্বে বিজেপি খুব ভালো করছে। আসামের ৯টি আসনেই এগিয়ে দলটি। গত নির্বাচনে এই রাজ্যের মাত্র ৪টি আসন জেতে তারা। এনডিটিভি’র খবর এই রাজ্যের মুখ্যমন্ত্রী তরুণ গগোইর ছেলেও পিছিয়ে রয়েছেন।

স্থানীয় সময় সকাল ১০ ৩৭ মিনিটে কংগ্রেস মাত্র ৫৪টি আসনে এগিয়ে ছিলো। যা ভারতের ইতিহাসে সবচেয়ে কম।

কংগ্রেস নেতা সত্যভরত চতুর্বেদী বলেছেন, আমাদের সাফল্যগুলো জানাতেই এই হার। এর আগে কেবল আমাদের ব্যর্থতাগুলো জানানো হয়ে। আমরা গভীরভাবে বিশ্লেষণ করে দেখবো... ভুলটি কোথায় ছিলো। একা রাহুলকে দোষারোপ করা যাবে না। এটি একটি সমন্বিত ব্যর্থতা।

২৭২টি আসন ছাড়িয়ে গেলে বিজেপি ভারতের ৩০ বছরের রেকর্ড ভাঙবে। কোনো একক দল ৩০ বছরে এত বেশি আসন পায়নি।

আরএলডি’র প্রধান অজিত সিং হেরেছেন, উত্তর প্রদেশের বাগপাতেও জয়ী হয়েছে বিজেপি।

চ-ীগড়ে বিজেপির কিরণ খের এগিয়ে আছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছেন পবন কুমার বনসাল।

আমেথিতে রাহুল গান্ধী পিছিয়ে আছেন। রজনাথ সিং, এমএম জোসি এগিয়ে। স্বতন্ত্রী প্রার্থী জশবন্ত সিংও জয়ী হচ্ছেন।

দিল্লিতে কংগ্রেস হেড কোয়ার্টারের সামনে প্রিয়াঙ্কা গান্ধীর পক্ষে সেøাগান চলছে।

দিল্লির সাতটি আসনেই এগিয়ে বিজেপির প্রার্থীরা। হরভাজন সিংকে দেখা গেলো দলের সদর দফতরের সামনে নাচানাচি করছেন।

কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও তার ছেলে রাহুল গান্ধী দ্পুুরেই সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন। দুপুর ১টা থেকে ২টার মধ্যে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হতে পারে।

তামিল নাড়–র ৩৯ আসনের ৩৪টিই পাচ্ছেন জয়ললিতা। একটি যাচ্ছে ডিএমকের ঝুলিতে।

বিহারেও এনডিএ’রই অগ্রগতি দেখা যাচ্ছে। একটি আসনেও জনতা দল (ইউনাইটেড) এগিয়ে নেই। লালু-রাবরি দেবীর এই প্রদেশ এবার বিজেপির দখলে।

বাংলাদেশ সময় ১১৩৯ ঘণ্টা, মে ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।