ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বচ্চন পরিবার কেন দু’হাতে ঘড়ি পরে?

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, জুন ৩০, ২০১১
বচ্চন পরিবার কেন দু’হাতে ঘড়ি পরে?

কলকাতা: হিন্দি সিনেমার সুপারস্টার অমিতাভ বচ্চনসহ তার পরিবারের সবাই দুই হাতেই ঘড়ি পরেন। ১ জুলাই মুক্তি পেতে চলা ‘বুড্ডা হোগা তেরা বাপ’ সিনেমায় একই অবস্থায় দেখা গেছে অমিতাভ বচ্চনকে।

কিন্তু কেন তাদের এই শখ? এনিয়ে এবার মুখ খুলেছেন বিগ বির পুত্র অভিষেক বচ্চন।

এই সিনেমাটির প্রযোজক অভিষেক বচ্চন বলেছেন, ‘এই স্টাইলটা প্রথম শুরু করেন আমার মা জয়া বচ্চন। যেহেতু আমি ইউরোপের একটি বোর্ডিং স্কুলে পড়তাম, উনি দুই হাতে দুটি ঘড়ি পরতেন দু’জায়গার সময় দেখা জন্য। ’

তিনি আরও বলেন, ‘এই দেখাদেখি বাবাও দু’হাতে ঘড়ি পরা শুরু করেন। এটাই কারণ। কিন্তু বাবা (অমিতাভ বচ্চন) এটাকে ফ্যাশানে পরিণত করেন। এবার থেকে সব সিনেমায় ওনাকে এই ফ্যাশানে দেখা যাবে। ’

বিগবি নিজেও জানিয়েছেন, ‘হ্যাঁ আমি সাধারণ জীবনে দু’টো কোনো কোনো সময় তিনটে ঘড়িও পরি। আর তা নেহাৎই মজা করার জন্য। ’

ভারতীয় সময়: ১৬৩৫ ঘণ্টা, জুন ৩০,২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।