ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মহারাষ্ট্রের পঞ্চায়েত নির্বাচনে সাফল্য পেল সিপিএম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, জুলাই ৮, ২০১১

কলকাতা: পশ্চিমবঙ্গ আর কেরালায় ক্ষমতা চলে যাওয়ার পর হতোদ্যম সিপিএম ফের ঘুরে দাঁড়াচ্ছে। পশ্চিম ভারতের রাজ্য মহারাষ্ট্রের পঞ্চায়েত নির্বাচনে তারা ব্যাপক সাফল্য পেয়েছে।



গত ২৬ জুন রাজ্য পঞ্চায়েতের ভোটে অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ফলপ্রকাশের পর দেখা যায় ৩টি জেলায় কংগ্রেস, এনসিপি ও বিজেপি-শিবসেনা জোটকে হারিয়ে অধিকাংশ আসনেই জয় পায় সিপিএম।

নাসিক, থানে ও নন্দুওয়ার জেলার আদিবাসী অধ্যুষিত মোট ১০৭ টি গ্রাম এখন তাদের দখলে। এই ৩টি জেলায় ১ হাজারের বেশি আসন তারা জিতেছে।

এর মধ্যে নাসিকে ৬০টি, থানেতে ৪১টি ও নন্দুওয়ারে ৫টি গ্রামপঞ্চায়েতে জয়ী হয়েছে সিপিএম। গতবারের চেয়ে এবার আরও ৩০টির বেশি গ্রামে তারা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।

মহারাষ্ট্রের সিপিএমের রাজ্য সম্পাদক অশোক ধাওয়ালে সংবাদমাধ্যমকে বলেন, ‘এবারের লড়াই ছিল প্রতিকূল। পশ্চিমবঙ্গ ও কেরালার হারের পর এখানেও আমাদের হারাতে সব শক্তি ঐক্যবদ্ধ হয়েছিল। ’

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, জুলাই ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।