ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বুদ্ধদেবের সমলোচনা করলেন মানিক সরকার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৫ ঘণ্টা, জুলাই ১০, ২০১১
বুদ্ধদেবের সমলোচনা করলেন মানিক সরকার

কলকাতা: পশ্চিমবঙ্গে বামফ্রন্টের ভরাডুবি নিয়ে শরিকদলগুলোকে দায়ী করেছে বড় শরিক সিপিএমকে। পাশাপাশি দায়ী করা হয়েছে সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে।

এবার সেই একই অভিযোগ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার।

তিনি অভিযোগ করে বলেন, ‘পশ্চিমবঙ্গে সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বেশ কিছু সিদ্ধান্ত ভুল ছিল। বিশেষ করে জমি অধিগ্রহণ নিয়ে। ’

আর এই জমি অধিগ্রহণ নিয়ে নন্দীগ্রামে গ্রামবাসীদের ওপর পুলিশের গুলি চালানোর তীব্র সমলোচনা করেছেন মানিক সরকার।

তিনি এ বিষয়ে বলেন, ‘এই পরিস্থিতি মোকাবিলা অন্যভাবে করা যেত। একইভাবে সিঙ্গুরে শিল্পের জন্য জমি অধিগ্রহণের কাজ আরও সময় নিয়ে কৃষকদের আবেগ ও অনুভূতিকে আরও গুরত্ব দেওয়া উচিত ছিল। ’

তবে শিল্প স্থাপনের ক্ষেত্রে বুদ্ধদেবের সঙ্গে তার নীতিগত বিরোধ নেই এও জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী।

বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, জুলাই ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।