ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সিনেমার প্রচারে কলকাতায় অমিতাভ বচ্চন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, জুলাই ২৭, ২০১১
সিনেমার প্রচারে কলকাতায় অমিতাভ বচ্চন

কলকাতা: পশ্চিমবঙ্গের কলকাতা মহনগরীতে অমিতাভ বচ্চন তার নতুন ছবি ‘আরক্ষণ’-এর প্রচারণা চালালেন।

বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ দমদমের নেতাজী সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে মুম্বাই থেকে আসেন তিনি।

অমিতাভের সঙ্গে এদিন উপস্থিত ছিলেন ছবির পরিচালক প্রকাশ ঝা, মনোজ বাজপেয়ী, দীপিকা পাড়ুকোন, সাইফ আলি খান প্রমুখ।

এদিন কলকাতার একটি পাঁচতারা হোটেলে ছবির প্রোমো ও সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। ছবির মূল বিষয়বস্তু সরকারি চাকরি ও শিক্ষাক্ষেত্রে সংরক্ষণ। যা সমাজ তথা রাজনৈতিক ক্ষেত্রে বিশেষ আলোড়ন তুলবে বলে দাবি করলেন পরিচালক প্রকাশ ঝা।

সাংবাদিক সম্মেলনে এদিন অমিতাভ বলেন, ‘কলকাতায় আবার আসতে পেরে দারুণ ভাল লাগছে। কলকাতা আমার প্রিয় শহর। ’

ছবির প্রচার সেরে এদিনই সন্ধ্যেবেলা প্রকাশ ঝাসহ বাকি কলাকুশলীরা চলে যাবেন। কিন্তু অমিতাভ বুধবার শহরেই থাকছেন বলে জানা গেছে।

কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজের শিক্ষার্থীদের সঙ্গে একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়ে বৃহস্পতিবার মুম্বাই যাবেন বিগ বি।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।