ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতে ব্যাংক হরতালে নাজেহাল সাধারণ মানুষ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, আগস্ট ৫, ২০১১

কলকাতা: ভারতের সর্বত্র ২১ দফা দাবি নিয়ে ব্যাংক হরতালের ফলে নাজেহাল সাধারণ মানুষ। ব্যাংক বেসরকারিকরণের প্রতিবাদে ৯টি ব্যাংক কর্মচারীদের সংগঠন এই হরতালের ডাক দিয়েছে।



এর ফলে শুক্রবার থেকে বন্ধ হয়ে গেছে সরকারি, বেসরকারি ও বিদেশি ব্যাংকের দরজা। পশ্চিমবঙ্গে নিরাপত্তাকর্মীরা এই হরতালে সামিল হওয়ায় রাজ্যে বন্ধ হয়ে গেছে এটিএম পরিষেবা।

সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে,‘ প্রায় ১০ লাখ ব্যাংক কর্মচারী এই হরতালে শামিল হয়েছে।

কলকাতায় এই হরতালের প্রভাব পড়েছে। সব সরকারি ও বেসরকারি ব্যাংকসমুহ বন্ধ। এমনকি এটিএম ব্যবস্থাও অচল হয়ে থাকায় মানুষের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে।

ব্যাংকের লেনদেন বন্ধ থাকায় মানুষ বিপাকে পড়েছে। তবে আগে থেকে জানা থাকায় মানুষ কিছুটা সচেতন ছিল। ব্যবসায়ীরা কিছুটা অসুবিধায় পড়েছেন। ব্যাংক ইউনিয়নগুলো তাদের বিভিন্ন দাবি জানিয়েছে। এদিন সকাল থেকে ব্যাংককর্মীরা প্রতিটি ব্যাংকের দরজার সামনে অবস্থান বিক্ষোভ করেন।


ভারতীয় সময়: ১৫৪০ঘণ্টা, আগস্ট ৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।