ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

চিদাম্বরমের কাছে নতুন দাবি জনমুক্তি মোর্চার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, আগস্ট ৬, ২০১১

কলকাতা: নতুন করে আরও চারটি দাবি নিয়ে নয়াদিল্লিতে গোর্খা জনমুক্তি মোর্চার শীর্ষ নেতা বিমল গুরুং এবং রোশান গিরি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের সঙ্গে বৈঠক করেছেন।

শুক্রবারের ওই বৈঠকে তারা দাবি করেন, উত্তরবঙ্গের ৪৫ শতাংশ বনাঞ্চল।

সংরক্ষিত বনাঞ্চলগুলোকে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের (জিটিএ) অন্তর্ভুক্ত করতে হবে।

তারা এও দাবি করেন, গোর্খাদের পৃথক পরিচয়পত্র দিতে হবে। তারা যে ভারতের নাগরিক, নেপালি নয়, তারও প্রমাণপত্র দিতে হবে। উত্তরাঞ্চলের জন্য যে ট্যাক্স হলিডে আছে তা পাহাড়ের জন্য বরাদ্দ করতে হবে।

এছাড়াও জিটিএ’র এলাকার মধ্যে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপনের কথাও তারা বলেন।

জিটিএর জন্য বরাদ্দ অর্থ দ্রুত দিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেন রোশান গিরি। অন্যথায় তারা কাজ আরম্ভ করতে পারছেন না বলে জানান।

উল্লেখ্য, ১৮ই জুলাই পিন্টেল ভিলেজে পৃথক রাজ্যের দাবিতে আন্দোলনরত গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের ত্রিপাক্ষিক চুক্তি হয়। তাতে জিটিএ গঠনের কথা বলা হয়েছে।

মোর্চার দাবি মেনে তরাই-ডুয়ার্স নিয়ে ৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, তারাই এলাকা নির্ধারণ করবে।

বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।