ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

চিদাম্বরমের হাতে দাবি সনদ তুলে দিল উলফার শীর্ষ নেতৃত্ব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, আগস্ট ৬, ২০১১
চিদাম্বরমের হাতে দাবি সনদ তুলে দিল উলফার শীর্ষ নেতৃত্ব

কলকাতা: ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের হাতে দাবি সনদ তুলে দিয়েছে উলফার শীর্ষ নেতৃত্ব।

শুক্রবার নয়াদিল্লিতে অরবিন্দ রাজখোয়ার নেতৃত্বে তারা এ দাবি সনদ তুলে দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ।

নয়াদিল্লি সূত্রে জানা গেছে, বৈঠকে উলফা নেতারা আসামের আরও স্বায়ত্তশাসনের দাবি করেন।

বৈঠক শেষে মুখ্যমন্ত্রী তরুণ গগৈ সাংবাদিকদের বলেন, ‘বৈঠকটি আসামে শান্তি আনার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ছিল। শান্তি আনার প্রশ্নে প্রয়োজনে কিছু আইন সংশোধন করা হতে পারে। ’

পরে এক সংবাদ সম্মেলনে উলফা নেতা প্রদীপ গগৈ, শশধর চৌধুরী ও চিত্রবন হাজারিকা বলেন, আমাদের ৫০ জন উলফা সদস্যরখোঁজ পাওয়া যাচ্ছে না। এদের খুঁজে বের করা আমাদের প্রাথমিক দাবি। আমরা ৩২০ পৃষ্ঠার দাবি সনদ আজ পেশ করেছি। ’

তারা আরও বলেন, ১৯৫১ সালের জনগণনার হিসাব অনুযায়ী শান্তি চুক্তি করা হবে।

উলফার সেনাপ্রধান পরেশ বড়ুয়া প্রসঙ্গে তারা বলেন, যত দূর জানি তিনি শান্তি প্রক্রিয়া নিয়ে কোনও মন্তব্য করেননি।

এছাড়া বাংলাদেশে জেলবন্দি উলফার শীর্ষ নেতা অনুপ চেটিয়ার বিষয়ে নেতারা বলেন, তিনি খুব শিগগিরই বাংলাদেশের জেল থেকে ছাড়া পাবেন এবং শান্তি প্রক্রিয়ায় অংশ নেবেন।

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।