ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আইন করে হরতাল বন্ধ করার কথা ভাবছে রাজ্য সরকার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১১

কলকাতা: এবার আইন করে হরতাল ও অবরোধ বন্ধ করার কথা ভাবছে রাজ্য সরকার, এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

শুক্রবার সন্ধ্যায় কলকাতার পার্কসার্কাসে পৌরসভার দেওয়া এক ইফতার পার্টিতে উত্তরবঙ্গের রাজনৈতিক অবস্থা ও চা বাগানে হরতাল প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন,‘ বর্তমানে উত্তরবঙ্গে যখন তখন হরতাল ডাকার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।

সিপিএম ক্ষমতা থেকে সরে যাবার পর কোনও কোনও সংগঠন বেশি বেশি করে হরতাল ডাকছে উত্তরবঙ্গে। ’

তিনি বলেন,‘ সরকার বিষয়টির দিকে পুরোমাত্রায় লক্ষ্য রাখছে। কোন ধরণের অন্যায় বরদাস্ত করা হবে না। হরতাল দিয়ে রাজ্যের উন্নয়নতে স্তব্ধ করা যাবে না। দরকার হলে হরতাল বন্ধ করতে আইন প্রণয়ন করবে রাজ্য সরকার। ’

চা বাগানের আন্দোলনের প্রসঙ্গে মমতা এদিন বলেন,‘ গত ৩৪ বছরে একের পর এক চা বাগান বন্ধ হয়েছে। তখন কোনও আন্দোলন হয়নি। এখন অহেতুক আন্দোলন হচ্ছে। ’

বাংলাদেশ সময়: ০২৫৯ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।