ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আবার ফিরলেন ওসমান, সাবেক মুখ্যমন্ত্রীর কনভয়ে

রক্তিম দাশ. সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১১

কলকাতা: তিনি ছিলেন সাবেক মুখ্যমন্ত্রীর বুলেটপ্রুফ গাড়ির চালক। মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর বুদ্ধদেব ভট্টাচার্য’র  নির্দেশে ফিরে গিয়েছিলেন একদিন।

আবার বুধবার সকাল থেকে ফিরে এসেছেন নতুন দায়িত্বে।

সিপিএমের রাজ্য দফতর আলিমুদ্দিনে আবার সেই চেনা দৃশ্য। বুধবার সকালে কনভয সমেত এসে বুলেটপ্রুফ গাড়ি থেকে নামলেন বুদ্ধদেব ভট্টাচার্য। চালকের আসনে সেই মহম্মদ ওসমান। নিরাপত্তার দায়িত্বে স্পেশাল সিকিউরিটি ইউনিটের সদস্যরা ।

বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট পরাজিত হওয়ার পরে রাজভবনে মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ পত্র দিতে শেষ বার বুলেট-প্রুফ গাড়ি এবং কনভয় নিয়ে গিয়েছিলেন বুদ্ধদেব। তার পর থেকেই সরকারি নিরাপত্তা নিতে অস্বীকার করেছিলেন। ব্যবহার করছিলেন পার্টির সাধারণ গাড়ি।

কিন্তু ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক বারবারই রাজ্য সরকারকে চিঠি পাঠাচ্ছিল বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য দু’জনেরই নিরাপত্তার শর্তগুলি কঠোর ভাবে মেনে চলার জন্য।

মহাকরণ সুত্রে জানা গেছে, শেষ চিঠিটি এসেছে গত সপ্তাহে। ভিভিআইপিদের নিরাপত্তার দেখভালের জন্য সংশ্লিষ্ট পর্যালোচনা কমিটিও আলোচনা করে রাজ্য সরকারকে জানায়, মমতা এবং বুদ্ধদেবের দু’জনেরই জীবনের ঝুঁকি বিন্দু মাত্র কমেনি।

শেষ পর্যন্ত সরকারি চাপে এবং পার্টির পরামর্শে সিপিএমের পলিটব্যুরো সদস্য সাবেক মুখ্যমন্ত্রী তার পুরনো নিরাপত্তা ব্যবস্থায় ফিরে যেতে রাজি হয়েছেন।

কিন্তু একই রকম সুপারিশের পরেও নিজের ব্যক্তিগত স্যান্ট্রো গাড়ি ছেড়ে বুলেটপ্রুফ গাড়িতে এখনও ব্যবহার করছেন না মুখ্যমন্ত্রী মমতা। তার ফলে উদ্বেগ বাড়ছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় থাকা আধিকারিকদের।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।