ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতা ও ঢাকায় আর্জেন্টিনার নেতৃত্বে মেসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১১
কলকাতা ও ঢাকায় আর্জেন্টিনার নেতৃত্বে মেসি

কলকাতা: আর্জেন্টিনার হয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব দিতে যাচ্ছে বার্সেলোনার তারকা ফুটবলার লায়নেল মেসি। কলকাতা ও ঢাকায় অনুষ্ঠিত ২টি ম্যাচেই মেসি নেতৃত্বে দেবে।



আগামী ২ সেপ্টেম্বর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত ভেনেজুয়েলার বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচে আর্জেন্টিনার পুরো দল থাকলেও বাদ পড়েছেন ম্যাঞ্চেস্টার সিটির তারকা ফুটবলার কার্লোস তেভেজ।

এদিন আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন ভারত ও বাংলাদেশে প্রদর্শনী ম্যাচে ২৬ জন ফুটবলারের তালিকা প্রকাশ করেছে।

মেসি ছাড়াও যেসব তারকা ফুটবলারদে দেখা যাবে তারা হলো- অ্যাঞ্জেল ডি মারিয়া, গঞ্জালো হিগুয়েন,  জেভিয়ার মাসচেরানো, মার্টিন ডেমিচিলস, জোনাস গুরিয়েতেজে প্রমুখ।

উল্লেখ্য, আর্জেন্টিনা ভারতে ভেনেজুয়েলা ও বাংলাদেশে নাইজেরিয়ার বিরুদ্ধে প্রর্দশনী ম্যাচে অংশ নেবে।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, আগস্ট ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।