ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনের মনোনয়নপত্র জমা দিলেন মমতা

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১১
ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনের মনোনয়নপত্র জমা দিলেন মমতা

কলকাতা: বিধানসভা উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী রূপে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার মনোনয়ন পত্র জমা দিলেন শুক্রবার।

বৃহস্পতিবার ভবানীপুর কেন্দ্রে বামফ্রন্টের প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কম্পিউটারের অধ্যাপিকা নন্দিতা মুখার্জি।

এদিন দুপুরে আলিপুরের নির্বাচন কমিশনের দপ্তরে কলকাতার মেয়র শোভন চ্যাটার্জিকে সাথে নিয়ে মুখ্যমন্ত্রী তার মনোয়নপত্র দাখিল করেন।

এদিকে এদিনই বিধানসভা উপনির্বাচনে বসিরহাট উত্তর কেন্দ্র্রে তৃণমূলের প্রার্থীর নাম ঘোষণা করা হল। তার নাম এটিএম আবদুল্লাহ। তার বিরুদ্ধে বামেদের প্রার্থী হচ্ছেন সুবিদ আলি গাজি।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।