ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মহানায়ক উত্তমকুমারের জন্মদিনে শ্রদ্ধা জানালেন মমতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১১
মহানায়ক উত্তমকুমারের জন্মদিনে শ্রদ্ধা জানালেন মমতা

কলকাতা: বাংলা সিনেমার মহানায়ক উত্তমকুমারের ৮৫ তম জন্মদিনে শনিবার মহাকরণে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

এদিন মহাকরণের অলিন্দে উত্তমকুমারের প্রতিকৃতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী।

সংগীত পরিবেশন করেন বনশ্রী সেনগুপ্ত ও সৈকত মিত্র।

এদিনের শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউড ও বাংলা সংগীত জগৎএর বিশিষ্ট জনেরা। ছিলেন সুপ্রিয়া দেবী, রঞ্জিত মল্লিক, রত্না ঘোষাল, পরিচালক হরনাথ চক্রবর্তী প্রমুখ।

রাজ্য সরকারের তরফে উপস্থিত থেকে শ্রদ্ধা জ্ঞাপন করেন জনস্বান্থ্য কারিগরি মন্ত্রী সুব্রত মুখার্জি, পুর্তমন্ত্রী সুব্রত বক্সী ও মুখ্যসচিব সমর ঘোষ।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।