ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সম্পত্তির হিসাব দিলেন মনমোহন সরকারের মন্ত্রীরা

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১১
সম্পত্তির হিসাব দিলেন মনমোহন সরকারের মন্ত্রীরা

ঢাকা: শুধু নিজের বা পরিবারের নয়, মন্ত্রিসভায় তার সহকর্মীদেরও সম্পত্তির বিস্তারিত হিসেব জনগণের সামনে তুলে ধরেছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং।

প্রধানমন্ত্রীর দপ্তরের ওয়েবসাইটে এ হিসাব দিয়ে মনমোহন এক দিকে যেমন দুর্নীতি প্রশ্নে বিরোধীদের পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, তেমনি তার সরকারের প্রশাসনিক স্বচ্ছতাও তুলে ধরেছেন।



আন্না হাজারের দুর্নীতি-বিরোধী আন্দোলনকে ঘিরে যখন সার্বিকভাবে রাজনৈতিক নেতাদের প্রতি মানুষের একাংশের নেতিবাচক মনোভাব প্রকাশ পাচ্ছে, তখন প্রধানমন্ত্রীর এ পদক্ষেপ সব দিকে থেকেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ওয়েবসাইটে দেওয়া হিসাব মতে, প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সম্পত্তির মূল্য প্রায় ৫ কোটি টাকা। ’৯৬ সালের একটি মারুতি ৮০০ গাড়িও রয়েছে তার।

বাকি মন্ত্রীদের সম্পত্তির যে হিসাব মিলেছে, তাতে দেখা যাচ্ছে, মন্ত্রিসভায় সব থেকে ধনী সদস্য নগরোন্নয়নমন্ত্রী কমল নাথ। তার পরিবারের সম্পত্তির মোট মূল্য প্রায় ২৬৩ কোটি টাকা।

 আর সব থেকে কম সম্পত্তি রয়েছে প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনির। তার সম্পত্তির মূল্য ২ লাখ টাকারও কিছু কম। যেসব মন্ত্রী তাদের সম্পত্তির হিসাব এখনও প্রকাশ করেননি, তাদের নামও রয়েছে ওয়েবসাইটে।

এর আগে প্রধানমন্ত্রী মনমোহন সিং তার মন্ত্রিসভার সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছিলেন, ৩১ আগস্টের মধ্যে তাদের সম্পত্তির হিসাব দাখিল করতে। এর মধ্যে তাদের স্ত্রী এবং পুত্রকন্যাদের সম্পত্তির হিসাবও চাওয়া হয়েছিল।

সূত্র: ভারতীয় সংবাদ মাধ্যম।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।