ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

তিস্তার পানি বণ্টন প্রশ্নে মমতা দ্বিচারিতা করছেন: সিপিএম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১১

কলকাতা: ভারত-বাংলাদেশের মধ্যে তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দ্বিচারিতা করছেন এমনটাই অভিযোগ আনল সিপিএম।

সিপিএমের রাজ্য সম্পাদকমন্ডলির সদস্য শ্যামল চক্রবর্তী মঙ্গলবার কলকাতায় বাংলানিউজকে বলেন, ‘রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ওনি একবার বলছেন ঢাকায় যাব, আরেকবার বলছেন যাব না।

এটা দ্বিচারিতা ছাড়া আর কি?’

তিস্তার পানিবণ্টন নিয়ে এই প্রতিবাদ কোন নতুন কথা নয় উল্লেখ করে তিনি বলেন,‘ এই চুক্তির বিরুদ্ধে আমরা। আমরা মনে করি এই চুক্তি রাজ্যের উন্নয়নকে স্তব্ধ করে দেবে। তাই বিগত বামফ্রন্ট সরকারের এই বিষয়ে আপত্তির কথা কেন্দ্রিয় সরকারকে জানিয়েছিল। ’

তিনি অভিযোগের সুরে বলেন,‘ যখন এই চুক্তির কথা সরকার বলেছিল, তখন সরকারে রেলমন্ত্রী হয়েও মমতা ব্যানার্জি এর প্রতিবাদ করেননি। ’

ভারতীয় সময়: ১৯১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।