ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নেপাল বাংলাদেশ শ্রীলঙ্কা দিয়ে জঙ্গিরা ভারতে অনুপ্রবেশ করছে: চিদাম্বরম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১১
নেপাল বাংলাদেশ শ্রীলঙ্কা দিয়ে জঙ্গিরা ভারতে অনুপ্রবেশ করছে: চিদাম্বরম

কলকাতা: নেপাল, বাংলাদেশ ও শ্রীলঙ্কা দিয়ে জঙ্গিরা ভারতে অনুপ্রবেশ করছে বলে মন্তব্য করেছেন  দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম।

তিনি বলেন, ‘দেশে ২ মাসে ২ টি হামলা হয়েছে।

পাকিস্তান সন্ত্রাসবাদের ভরকেন্দ্র। পাক জঙ্গি সংগঠনগুলোর লক্ষ্য ভারত। আল কায়দার বিভিন্ন সংগঠন আমাদের দেশেও শক্তি বাড়াচ্ছে। নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা দিয়ে জঙ্গিরা অনুপ্রবেশ করছে। আভ্যন্তরীণ নিরাপত্তায় ব্যয় বরাদ্দ বাড়ান হচ্ছে। ’

বৃহস্পতিবার সকালে নয়াদিল্লিতে বিভিন্ন রাজ্যের পুলিশে কর্মরত আইজি ও ডিজিপিদের সম্মেলন একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সম্মেলনে তিনি আরও দাবি করেন, বর্তমান রাজ্য সরকারের আমলে পরিবর্তিত পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে মাওবাদী সমস্যা কমেছে।

‘তবে পশ্চিমবঙ্গে এ সমস্যা কমলেও পাশ্ববর্তী রাজ্য বিহার, ঝাড়খ-, ছত্রিশগড় ও মহারাষ্ট্রে মাওবাদী সমাস্যা কমেনি। ’ বলেন চিদাম্বরম।

তিনি বলেন ‘মাওবাদীরা একটি নৃশংস সংগঠন। এই সমস্যা সমাধানের জন্য রাজ্য ও কেন্দ্রের যৌথ দায়িত্ব রয়েছে। মাওবাদী সমস্যা সমাধানে উন্নয়নই প্রধান অস্ত্র হওয়া উচিত। ’

উল্লেখ্য, সম্প্রতি জাতীয় নিরাপত্তা নিয়ে এক বৈঠকে চিদাম্বরম বলেছিলেন, মাওবাদী দমনে রাজ্য সরকারকে সব দায়িত্ব নিতে হবে। কেন্দ্রের ওপর দায় চাপালে চলবে না।

তবে এদিন কিছুটা নরম সুরে তিনি বলেন, ‘এটি উভয়ের দায়িত্ব। ’

বাংলাদেশ সময়:১৪১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।