ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

তিস্তার পানিবণ্টন নিয়ে মমতার সঙ্গে সোনির বৈঠক

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১১
তিস্তার পানিবণ্টন নিয়ে মমতার সঙ্গে সোনির বৈঠক

কলকাতা: তিস্তার পানিবণ্টন নিয়ে ভারত সরকারের বর্তমান অবস্থা বোঝাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় পর্যটন ও কংগ্রেসের মুখপাত্র অম্বিকা সোনি। শুক্রবার কলকাতার মহাকরণে এ বৈঠক অনুষ্ঠিত হয়।



তিস্তার পানিবণ্টন নিয়ে কেন্দ্র-রাজ্যের মধ্যে যে জট তৈরি হয়েছে তা তিনি মেটানোর চেষ্টা করেন।

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর অম্বিকা সোনি বলেন ‘তিস্তা নিয়ে মুখ্যমন্ত্রীর উদ্বেগের কারণ প্রধানমন্ত্রীকে জানাবেন। ’

মহাকরণ সূত্রে জানা যায়, অম্বিকা সোনি-মমতা ব্যানার্জি সম্পর্ক ভাল থাকায় তিস্তার পানিবণ্টন নিয়ে মহাকরণে আলোচনা হয়। কেন্দ্রের অবস্থান সম্পর্কে সোনি বোঝানোর চেষ্টা করবেন। বাংলাদেশ সফরে প্রধানমন্ত্রীকে অপদস্থ হতে হয়েছে। সেখান থেকেও তিস্তা চুক্তি বাস্তবায়নের চাপ আসছে।

উল্লেখ্য অম্বিকা সোনির এই সফর এক মাস আগেই ঠিক করা ছিল। সে সময় তার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল। কিন্তু তিস্তা পানিবণ্টন নিয়ে হঠাৎ সমস্যা হওয়ায় কংগ্রেসের মুখপাত্র সোনিকেই তার দায়িত্ব নিতে হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।