ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সিকিমে ভূমিকম্পে বিধ্বস্ত এলাকায় রাহুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১১
সিকিমে ভূমিকম্পে বিধ্বস্ত এলাকায় রাহুল

কলকাতা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পরে কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী বুধবার সকালে ভূমিকম্প বিধস্ত রাজ্য সিকিমের রাজধানী গ্যাংটকে গেছেন।

সকালে নয়াদিল্লি থেকে বিমানে তিনি বাগডোগরা বিমানবন্দরে আসেন।

সেখান থেকে সড়কপথে পশ্চিমবঙ্গের দার্জিলিং সীমান্ত হয়ে গ্যাংটকে যান।

এই যাত্রা পথে রাহুল তার কনভয় থামিয়ে ভূমিকম্প বিধস্ত এলাকাগুলি ঘুরে দেখেন। উদ্ধারকাজের তদারক করেন। এরপর তিনি মনিপাল হাসপাতালে আহতদের দেখতে যান। সেখানে গুরুতর আহত হয়ে ১৫ জন ভর্তি আছেন।

সাড়ে ১১টায় তিনি বৈঠক করেন সিকিমের মুখ্যমন্ত্রী পবন চামলিংয়ের সঙ্গে।

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর পক্ষ থেকে তিনি সব রকমের সাহায্যের আশ্বাস দেন মুখ্যমন্ত্রীকে।

গ্যাংটকের বৈঠকের পরে রাহুল মেঘালয়ের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে একটি জনসভায় অংশগ্রহণ করার কথা তার।

গত রোববার সন্ধ্যায় ভয়াবহ ভূমিকম্পে সিকিমে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৬০।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘন্টা, সেপ্টেম্বর ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।