ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বাংলাদেশের সামনে বার্লিনের প্রাচীর হয়ে দাঁড়াবে না ভারত: চিদাম্বরম

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১১

কলকাতা: বাংলাদেশের সামনে কখনই বার্লিনের প্রাচীর হয়ে দাঁড়াবে না ভারত।

বুধবার সকাল ১০টায় তাজবেঙ্গল হোটেলে ভারত চেম্বার অফ কর্মাসের এক সভায় এমনটাই বললেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম।



তিনি বলেন, ‘৪০ বছর ধরে বাংলাদেশের সঙ্গে আমাদের সু-সম্পর্ক রয়েছে সেটা ভুললে চলবে না। দু’দেশের সংস্কৃতি-ভাষা-ইতিহাস সব এক। আমাদের উচিত বাংলাদেশ যাতে একটি উন্নততর দেশে পরিণত হতে পারে তার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। ’

তিনি বলেন, ‘সমান্য ছাড়লেই সামান্য কিছু পাওয়া যায়। ’

পি চিদাম্বরম এদিন মমতা ব্যানার্জির নাম উল্লেখ না করে তিস্তার পানিবণ্টন চুক্তির বিষয়ে একমত হওয়ায় কথা বলে বলেন, ‘ইচ্ছে থাকলেই সমস্যার সমাধান করা যায়। ভারত কখনই বাংলাদেশের সামনে বার্লিনের প্রাচীর তৈরি করবে না। ’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ সীমান্ত এলাকার সব মুখ্যমন্ত্রীরা কাঁধে কাঁধ লাগিয়ে কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়িয়েছে। ’

মাওবাদীদের হিংসা বন্ধ রেখে আলোচনায় বসার জন্য চিদাম্বরম এদিন আবেদন করেন।

তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাওবাদীদের সঙ্গে আলোচনায় বসার চেষ্টা করছেন। মাওবাদীরা টেলিফোন টাওয়ার, পঞ্চায়েত স্কুল বিল্ডিং আক্রমণ করছে। সাধারণ মানুষকে প্রাথমিক অধিকার থেকে বঞ্চিত করছে। আদিবাসীদের মূলস্রোতে ফিরিয়ে আনার পথে মাওবাদীরাই বাধা হয়ে দাঁড়াচ্ছে। ’
 
চিদাম্বরম বলেন, ‘ভারত এখনও তৈরি হচ্ছে। ভারতকে বহু সমস্যার সঙ্গে লড়তে হচ্ছে। আমেরিকা ১০ বছর ধরে আলকায়দার সমস্যা দূর করতে ব্যস্ত। জম্বু ও কাশ্মীরে অনুপ্রবেশের সমস্যা, মধ্যভারতে মাওবাদী, উত্তরপূর্ব ভারতে একাধিক জঙ্গি সংগঠনের তৈরি সন্ত্রাসে জর্জরিত ভারত। নিরাপত্তাবাহিনীর কাছে একাধিক চ্যালেঞ্জ রয়েছে। ’

এদিন তিন ঘণ্টার কলকাতা সফর শেষে দুপুরেই দিল্লিতে ফিরে যান পি চিদাম্বরম।

বাংলাদেশে সময়: ২৩৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।