ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রাজ্য সরকারকে পাল্টা হুঁশিয়ারি মাওবাদীদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১১

কলকাতা: এবার রাজ্যসরকারকে পাল্টা হুঁশিয়ারি দিল মাওবাদীরা। যৌথবাহিনী প্রত্যাহার ও রাজনৈতিক বন্দীদের মুক্তি না দেওয়া পর্যন্ত আলোচনার সম্ভাবনা নাকচ করল মাওবাদীরা।

 

মুখ্যমন্ত্রীর সফরের চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই জঙ্গলমহলের শালবনীতে মাওবাদী পোস্টার পাওয়া গেছে। আর তাতেই নিজের অবস্থান স্পষ্ট করে দিল মাওবাদীরা।

মঙ্গলবার সকালে শালবনীতে মাওবাদীরা পোষ্টার দিয়ে জানিয়ে দিল, যৌথবাহিনী প্রত্যাহার না করে আলোচনা ‘প্রতারণার’ সমান। আগে যৌথবাহিনী তুলে নিতে হবে। একই সঙ্গে রাজনৈতিক বন্দীদের মুক্তি দিতে হবে। তবেই সরকারের সঙ্গে আলোচনায় বসতে রাজি তারা।

যদিও পোষ্টারগুলি আদৌ মাওবাদীদের কিনা সে বিষয়ে যথেষ্ঠ সন্দেহ রয়েছে বলে মনে করা হচ্ছে রাজনৈতিক মহলের পক্ষ থেকে।

উল্লেখ্য, গত শনিবারই ঝাড়গ্রামে জনসভায় মাওবাদীদের চরম হুঁশিয়ারি দিয়ে ৭ দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, ৭ দিনের মধ্যে অস্ত্র সংবরণ করতে হবে। তা নাহলে সরকার কঠোর পদক্ষেপ নেবে।

বাংলাদেশ সময়:  ১০২৮ ঘণ্টা, অক্টোবর ১৮,২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।