ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

তিস্তা চুক্তি নিয়ে কেউ কেউ বিভ্রান্তি ছড়াচ্ছে: মমতা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১১
তিস্তা চুক্তি নিয়ে কেউ কেউ বিভ্রান্তি ছড়াচ্ছে: মমতা

ঢাকা: তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে কেউ কেউ ‘বিভ্রান্তি’ সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

নয়াদিল্লিতে ‘ন্যাশনাল ডেভলপমেন্ট কাউন্সিল’র বৈঠকের এক ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।



মমতার সঙ্গে কথোপকথনে উপস্থিত সাংবাদিক সমরজিৎ রায় নয়াদিল্লি থেকে টেলিফোনে বাংলানিউজকে এ তথ্য জানান।  

মমতা ব্যানার্জি সাংবাদিকদের বলেন, ‘তিস্তা চুক্তি নিয়ে কেউ কেউ বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছেন। আমরা বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখছি। ’

তিনি আরও বলেন, ‘আমরা আশা করছি, ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করে তিস্তার পানি বণ্টনের একটি চুক্তি করতে পারবো। ’  

মমতা এমন একটা সময় কথাগুলো বললেন, যখন গত বুধবার তিনবিঘা করিডোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের সময় তার যাওয়ার কথা থাকলেও যাননি। এ নিয়ে তিনি নিজ দেশে সমালোচিত হচ্ছেন।  

এ প্রসঙ্গে মমতা ব্যানার্জি বলেন, ‘তিনবিঘা করিডোর নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমার কোনও বিষয় নেই। ’

তিনি বলেন, ‘তিনবিঘা ইস্যু নিয়ে আমি কিছু জানিও না। এটি বাংলাদেশ ও ভারতের সরকারের ব্যাপার। ’

প্রসঙ্গত, গত সেপ্টেম্বরের ৭ তারিখে ভারতীয় প্রধানমন্ত্রীর ঢাকা সফরে সঙ্গী হওয়ার কথা থাকলেও আসেননি মমতা। তিস্তা চুক্তির পানির হিস্যা নিয়ে নয়াদিল্লির সঙ্গে মতের পার্থক্যের কারণেই তিনি আসেননি এবং চুক্তিটিও শেষ মুহূর্তে হয়নি।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১১   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।