ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সন্ত্রাস: রেল যোগাযোগ ব্যাহত উত্তর-পূর্ব ভারতে

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১১

আগরতলা (ত্রিপুরা): রেলের চালক এবং সহচালককে অপহরণের ঘটনায় ত্রিপুরাসহ উত্তরপূর্ব ভারতের রেল যোগাযোগ প্রচণ্ডভাবে ব্যাহত হয়েছে। বন্ধ হয়ে আছে বেশ কিছু যাত্রীবাহী ট্রেন।

মারাত্মক সমস্যায় পড়েছেন যাত্রীরা।

বৃহস্পতিবার গভীর রাতে চলন্ত ট্রেন থামিয়ে বদরপুর-ভৈ্রব পসেঞ্জার রেল থেকে চালক এবং সহচালককে অপহরণ করে জঙ্গিরা। ঘটনটি ঘটে আসাম-মিজোরাম সীমান্ত এলাকায়। এলাকাটি পাহাড়ি। এসব রুটে ট্রেন চলে খুব ধীর গতিতে। ফলে সহজেই চলন্ত ট্রেনে উঠে যেতে পারে সন্ত্রাসীরা। ট্রেনে উঠে বন্দুকের মুখে ট্রেনের চালক এবং সহচালককে তুলে নিয়ে যায় তারা। জঙ্গি সংগঠনটি আসামের বলে নিরাপত্তা কর্মীদের কাছে জানা গেছে।

অপহরণের খবর পেয়েই রেলকর্মীদের পরিবারের লোকজনেরা বদরপুর স্টেশনে জড়ো হন। তারা রেল কর্মীদের মুক্তির দাবি জানান। পরে তারা রেল অবরোধ শুরু করেন। বদর পুর স্টেশনটি একটি বড় জংশন ফলে এখানে রেল আটকে যাওয়ায় ব্যপক ভাবে বিপরযস্ত হয় রেল যোগাযোগ।

শুক্রবার ত্রিপুরার আটটি ট্রেন বাতিল হয়েছে। একই অবস্থা আসাম, মিজোরাম, মনিপুরসহ উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন জায়গায়। ছোট বড় স্টেশনগুলোতে মানুষের ভিড়। যাত্রীবাহী ট্রেন দাঁড়িয়ে আছে স্টেশনে। জল খাবারের সমস্যায় পড়েছেন সাধারণ যাত্রীরা।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।