ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় হাসপাতালে ১৩ শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১১

কলকাতা:মহানগরীতে বিধান চন্দ্র রায় শিশু হাসপাতালে ১২ ঘণ্টায় ১৩ শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠিত হয়েছে।

হাসপাতালের বিভাগীয় প্রধানদের নিয়েই এ কমিটি হয় বলে রাজ্য স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গেছে।



সূত্র জানিয়েছে, এই কমিটি রাজ্যের স্বাস্থ্য সচিবের কাছে তদন্ত রিপোর্ট দেবে। তবে রিপোর্টে সন্তুষ্ট না হলে স্বাস্থ্য দপ্তর ফের নতুন করে কমিটি গঠন করতে পারে বলে জানা গেছে।

গত মঙ্গলবার ও বুধবার পর পর দু’দিনে শিশু হাসপাতালে ১৩ শিশুর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও মৃত্যুর কারণ হিসাবে হাসপতাল কর্তৃপক্ষ মুমূর্ষ রোগীদের অন্য হাসপাতাল থেকে শেষ মুহূর্তে এ হাসপাতালে পাঠানোর প্রবণতাকেই দায়ী করেছে।

উল্লেখ্য, এর আগে গত জুন মাসেও এই হাসপাতালটিতে দু’দিনে ১৯ শিশুর মৃত্যুর হয়েছিল। ওই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছিল। সেই সময়ও তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।