ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সবাইকে ভাইফোঁটা দিলেন মমতা দিদি

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১১
সবাইকে ভাইফোঁটা দিলেন মমতা দিদি

কলকাতা: এ দিনটিতে তিনি যেন আর মুখ্যমন্ত্রী নন। ফের ফিরে গিয়েছিলেন পুরনো পরিচয়ে।

আমজনতার দিদি মমতা তাই ভাইফোঁটার দিনে তার কাছে ছুটে আসা সব ভাইয়ের কপালেই ফোঁটা দিয়ে মঙ্গল কামনা করলেন।

শুক্রবার সন্ধ্যায় এভাবেই নিজেকে ব্যস্ত ছিলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

এদিন সকালে দক্ষিণ কলকাতার ৩০ হরিশ চ্যাটার্জি স্ট্রিটে নিজের বাড়ির কালি পূজার প্রসাদ বিতরণ করেন।
এরপর বিকাল হতেই তার হাতে ভাইফোঁটার পরার জন্য একে একে উপস্থিত হন অনেকই। এদিন তিনি তার নিরাপত্তা রক্ষী থেকে রাজ্যের মন্ত্রী সবাইকেই ভাইফোঁটা দিয়ে মিষ্টি খাওয়ান নিজ হাতে।

এদিন মুখ্যমন্ত্রী ভাইফোঁটা দেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি, পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম, ক্রীড়ামন্ত্রী মদন মিত্র, কেন্দ্রীয় জাহাজমন্ত্রী মুকুল রায় ও কলকাতার মেয়র শোভন চ্যাটার্জি প্রমুখকে।

বাংলাদেশ সময়: ০১২৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১১

নিজের নিরাপত্তারক্ষীকে ভাইফোঁটা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা। ছবি/বাংলানিউজ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।