ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গের সরকারি ওয়েবসাইট হ্যাক করল পাক হ্যাকাররা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১১
পশ্চিমবঙ্গের সরকারি ওয়েবসাইট হ্যাক করল পাক হ্যাকাররা

কলকাতা: পশ্চিমবঙ্গ ভারত সরকারের সরকারি ও বেসরকারি সংস্থার ওয়েবসাইট হ্যাক করল পাক হ্যাকাররা। এর মধ্যে গুরুত্বপূর্ণ আলিপুর আবহাওয়া দফতর, কেন্দ্রীয় সরকারি টেলিফোন সংস্থা বিএসএনএল ও জুট কর্পোরেশন ওয়েবসাইট।

আরো হ্যাক করা হয়েছে চেন্নাইয়ের মেট্রো রেলের ওয়েবসাইট।

আলিপুর আবাহাওয়া দপ্তরের অধিকর্তা জিসি দেবনাথ শনিবার বাংলানিউজকে বলেন, ‘বৃহস্পতিবার আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে আবহাওয়ার উপগ্রহ-চিত্র দেখে গিয়ে চমকে উঠি। ‘হোম পেজ’ খুলতেই প্রতিদিনের চেনা পৃষ্ঠার বদলে কালো রঙের উপরে একটি মুখোশের ছবি ছবি ফুটে উঠল। বাম হাত মুষ্টিবদ্ধ, শুধু অনামিকার ওপর একটি পাকিস্তানি ক্ষেপণাস্ত্রেও প্রতিকৃতি। নিচে ইংরেজিতে সতর্কবার্তা- আপনার ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। ’

তিনি বলেন, ‘হ্যাকার নিজের পরিচয় জানিয়েছে খানটাস্টিক। বলেছে, কয়েকদিন আগে ভারতীয়রা পাকিস্তানি ওয়েবসাইট হ্যাক করেছিল বলে তারা বদলা নেওয়া হল। ’

ওইদিনই দ্রুত ওয়েব সাইটটি ঠিক করা হয় বলে জানিয়েছেন জিসি দেবনাথ।

বিএসএনএলের পশ্চিমবঙ্গ সার্কেলের চিফ জেনারেল ম্যানেজার সৌম্য রায় বলেন, ‘ওয়েবসাইটের হোম পেজ নষ্ট করে দেওয়াটা কম ক্ষতিকর। কিন্তু হোম পেজে অনেক গুরুত্বপূর্ণ ওয়েব-লিঙ্ক থাকে, যার মাধ্যমে আমাদের মতো সংস্থার গ্রাহকেরা অনলাইনে টাকা জমা দেন। হ্যাক করে সেই সূত্র নষ্ট করে দেওয়া হয়। ’

হ্যাকিং প্রতিরোধে গড়া কেন্দ্রীয় নজরদারি দল জানাচ্ছে এমন ঘটনা এই প্রথম নয়। এই দলে আছেন কেন্দ্রীয় টেলিযোগাযোগ মন্ত্রক, ন্যাশনাল ইনফর্মেটিক্স সেন্টার (এনআইসি), ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন এবং কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিমের প্রতিনিধিরা। দলটি বিশেষ করে সরকারি দফতরে ‘হ্যাকিং’ বা ওয়েবসাইট চুরির মোকাবেলা করে থাকে।

তারা জানান, গত কয়েক মাসে পাকিস্তান ও চীন থেকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক, ‘র’ (রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং), সিবিআই ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ সরকারি ক্ষেত্রের ওয়েবসাইট ‘হ্যাক’ করা হয়।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সাইবার ক্রাইম বিভাগ জানায়, গত কয়েক মাসে সরকারি ওয়েবসাইটের ওপর আক্রমণ তিন-চার গুণ বেড়ে গেছে। হ্যাকাররা পাকিস্তান ও চীন থেকে ভারতের বিভিন্ন সরকারি মন্ত্রকের ওয়েবসাইটে গোপনে ঢুকে গুরুত্বপূর্ণ নথি চুরি করছে। সেই সঙ্গে বেড়েছে ‘নেটওয়ার্ক হ্যাকিং’ও।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।