ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মুখ্যমন্ত্রীর আহ্বানে দুই মাওবাদীর আত্মসমর্পন

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১১

কলকাতা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির শান্তি প্রক্রিয়ার আহ্বানে সাড়া দিয়ে রোববার পুরুলিয়ায় দুজন মাওবাদী পুলিশের কাছে আত্মসমর্পন করেছে।
 
নতুন সরকার ক্ষমতায় আসার পরে এটাই প্রথম মাও-আত্মসমর্পনের ঘটনা।



রাজ্য প্রশাসন সূত্রে জানা গেছে, আত্মসমর্পনকারী দুই মাওবাদী সর্ম্পকে স্বামী, স্ত্রী। এদের নাম দুর্যোধন ও ললিতা। এরা পুরুলিয়ার জেলার অযোধ্যা পাহাড়ে ছয় বছর ধরে অপারেশন চালাত। এরা মাওবাদী অ্যাকশান স্কোয়ার্ডের সদস্য ছিল।
মাওবাদীরা এলাকায় খুন ও নানা রকম অত্যাচার চালাচ্ছে বলে তৃণমূল কর্মীরা অভিযোগ করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জি মাওবাদীদের বার বার আলোচনায় বসার জন্য অনুরোধ করেন।
 
তাদের অস্ত্র সংবরণ করার কথাও বলেন। কিন্তু বাস্তবে তা ফলপ্রশু হচ্ছিল না। এদিন তাদের মধ্যে দুজন স্কোয়ার্ড সদস্য পুলিশের কাছে আত্মসমর্পন করার ফলে মাওবাদীদের বর্তমান গতিপ্রকৃতি এর থেকে জানা যাবে এমনটাই মনে করছে রাজ্য প্রশাসন।

এদিকে, এদিন ঝাড়গ্রামের কাছে আদারিশোলে জন জাগরণ মঞ্চের এক সভাকে কেন্দ্র করে ব্যাপক গুলি চলে।

অভিযোগ, জঙ্গল থেকে সভাস্থলের উদ্দেশ্যে গুলি ছোঁড়া হয়। এরপরে পাল্টাগুলি চলে জন জাগরণ মঞ্চের সভা থেকে। উভয় পক্ষের গোলাগুলিতে কয়েকজন আহত হয়। ঘটনাস্থলের উদ্দেশ্যে যৌথবাহিনী রওনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘন্টা, নভেম্বর ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।