ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতে প্রতিঘণ্টায় আত্মহত্যা করে ১৫ জন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১১
ভারতে প্রতিঘণ্টায় আত্মহত্যা করে ১৫ জন

নয়াদিল্লি: ভারতে আত্মহত্যার হার বাড়ছে আশংকাজনকভাবে। প্রতি ঘণ্টায় সেখানে ১৫ জন মানুষ আত্মহত্যা করছে।

শুক্রবার ভারত সরকার এ বিষয়ক এক রিপোর্ট প্রকাশ করেছে।

বেশিরভাগ পুরুষই আত্মহত্যা করছে অর্থনৈতিক সংকটের কারণে। অপরদিকে নারীদের আত্মহত্যা করার মূল কারণ হিসেবে বলা হয়েছে সংসারের অভ্যন্তরের চাপ এবং যৌতুক।

ওই রিপোর্টে আরও বলা হয়, ভারতে গত বছর প্রায় এক লাখ ৩৫ হাজার মানুষ আত্মহত্যা করেছে। ২০০৯ সালে এ সংখ্যা ছিল এক লাখ। ক্রমেই বাড়ছে এই আত্মহত্যার হার।

২০০৮ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার করা এক রিপোর্টে দেখা যায়, আত্মহত্যাপ্রবণ দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান ৪১তম। অধিক জনসংখ্যার কারণেই বিশ্বের মোট আত্মহত্যার ২০ শতাংশই ঘটে ভারতে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।