ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে যুক্ত হবে আরও ১৫ একর জমি

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, নভেম্বর ২, ২০১১

আগরতলা (ত্রিপুরা): আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনের পরিধি বাড়ানোর জন্য নতুন করে আরও ১৫ একর জমি যুক্ত হচ্ছে। বর্তমানে যেখানে আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশন রয়েছে তার পাশেই শানমুড়াতে বিস্তৃতি ঘটবে এই ল্যান্ড কাস্টম স্টেশনের।



ইতিমধ্যে জমি চিহ্নিত করা হয়েছে। ১৫ একর জমিতে গড়ে উঠবে কার্গো স্টেশন। দু পাড়ের বাণিজ্যের জন্য পণ্য সামগ্রী এখানে এনে রাখা হবে।

তাছাড়াও প্রয়োজন হবে বাংলাদেশের ভেতরের জমিরও। এ জন্য ভারত সরকারের কাছে ত্রিপুরা সরকার একটি আবেদন পাঠাচ্ছে যাতে অতি দ্রুত বাংলাদেশের সাথে এ মর্মে কথা বলা শুরু করা হয়।

ত্রিপুরার বাণিজ্যমন্ত্রী জিতেন্দ্র চৌধুরী আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশন এলাকা বুধবার সকালে ঘুরে দেখে এ কথা জানান। তার সঙ্গে ছিলেন আগরতলা পুর পরিষদের চেয়ারম্যান ড. প্রফুল্লজিত সিনহা এবং বাণিজ্য ও পুলিশ দপ্তরের উচ্চ আধিকারিকরা।

এদিনের সফরের পরই মন্ত্রী একটি কমিটি গড়ে দেন। যারা পুরো ব্যপার তদারকী করবেন।

রাজধানী আগরতলার উপকণ্ঠেই আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশন। দিন দিন এর উপর চাপ বাড়ছে। এই ল্যান্ড কাস্টম স্টেশন থেকে প্রতিদিন প্রায় একশটি ট্রাক পণ্য নিয়ে বাংলাদেশ থেকে ত্রিপুরায় ঢুকছে।

গত মাসের ২৯ সেপ্টেম্বর থেকে আশুগঞ্জ নৌবন্দর ব্যবহার করেও এখন পণ্য ঢুকছে ত্রিপুরায়। ফলে আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনের ব্যস্ততা বহু গুন বেড়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।