ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সিঙ্গুর জমিবণ্টন মামলায় কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১১

কলকাতা: রাজ্য সরকার ও টাটা মোটরসের মধ্যে সিঙ্গুর জমিবণ্টন মামলা নিয়ে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের রায়ের ওপর বৃহস্পতিবার স্থগিতাদেশ দিলেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

এদিন বিচারপতি পিনাকী চন্দ্র ঘোষ এবং মৃণালকান্তি চৌধুরির ডিভিশন বেঞ্চ টাটার আইনজীবীর এক আবেদনে পরিপ্রেক্ষিতে জানান, তাদের ডিভিশন বেঞ্চে যতদিন না এই মামলার রায় দেয় ততদিন রাজ্য সরকার সিঙ্গুরের অধিগ্রহিত জমি বন্টন করতে পারবে না।



এর পাশাপাশি তারা জানান, আগামী মঙ্গলবার তাদের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি শুরু হবে।

উল্লেখ্য, সিঙ্গুরে কারখানার জন্য টাটাদের দেওয়া জমি রাজ্য সরকার আইন করে অধিগ্রহণ করার পর টাটা ওই আইনের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন জানায়।

তখন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় তার রায়ে জানান, জমি অধিগ্রহণ আইনসঙ্গত। তবে ৩ নভেম্বর পর্যন্ত জমি বণ্টনে স্থগিতাদেশ দেওয়া হয়।

টাটার পক্ষ থেকে এর বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আবেদন করার পাশাপাশি জমি বণ্টনেও স্থগিতাদেশ দেওয়ার আরজি জানানো হয়। এদিন সেই মামলা ডিভিশন বেঞ্চে উঠলে ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের রায়ের মেয়াদই বাড়িয়ে দেওয়া হল।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘন্টা, অক্টোবর ৩,২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।