ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মানব উন্নয়ন সূচকে ১৫ ধাপ নিচে নেমে গেল ভারত

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১১

আগরতলা (ত্রিপুরা): এক বছরের মধ্যে ১৫ ধাপ নিচে নেমে গেল ভারত। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) চলতি বছরের মানব উন্নয়ন সূচকে ১৮৭টি দেশের মধ্যে ভারতের অবস্থান ১৩৪ নম্বরে।

গত বছর ১৬৯টি দেশের মধ্যে ভারতের স্থান ছিল ১১৯ নম্বরে।

বিভিন্ন দিক থেকে ঘরে-বাইরে চাপে থাকা মনমোহন সিং সরকারের মাথাব্যথা আরও বাড়িয়ে দেবে মানব উন্নয়ন সূচকের এই রিপোর্ট। কারণ এভাবে মানব উন্নয়ন সূচকে সারা বিশ্বের সামনে পিছিয়ে যাওয়াকে বিরোধীরা অবশ্যই সরকারের ব্যর্থতা হিসাবে তুলে ধরবে। বুধবার সন্ধ্যায় নয়া দিল্লিতে এই রিপোর্ট পেশ করা হয়।

এবারের মানব উন্নয়ন সূচক অনুযায়ী বিশ্বের প্রথম তিনটি এগিয়ে থাকা দেশ হল নরওয়ে, অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডস। আর ক্রমতালিকায় সব শেষে রয়েছে যুদ্ধ বিধ্বস্ত কঙ্গো, আফ্রিকা মহাদেশের নাইজার, এবং বুরুন্ডি।

ভারতের থেকে এগিয়ে আছে শ্রীলঙ্কা চীনসহ এশিয়া মহাদেশের বেশ কিছু দেশ। জাতিসংঘ এদিন ভারতের রিপোর্ট পেশ করতে গিয়ে উল্লেখ করেছে, এ দেশের অবস্থা মাঝারি মানের। তবে গরিব মানুষের সংখ্যা বিশ্বের মধ্যে সব চেয়ে বেশী। যদিও ভারত গত দুই দশকে মানব উন্নয়ন সূচকে বেশ উন্নতি করেছে। ১৯৮০ সালে ভারতের মানব উন্নয়ন সূচক ছিল শূন্য দশমিক ৩। আর ২০১১ সালে তা বেড়ে দাঁড়িয়েছে শূন্য দশমিক ৫৪। ফলে উন্নতি হয়েছে যথেষ্ট কিন্তু আরও বেশি করা প্রয়োজন ছিল।

লিঙ্গ অনুপাতের ক্ষেত্রে ভারতের অবস্থা খুবই হতাশাজনক। কারণ এ ক্ষেত্রে ভারত রয়েছে দক্ষিণ এশিয়াভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে পেছনে। তবে বনায়ন এবং পরিবেশ রক্ষার ক্ষেত্রে ভারতের গত এক বছরের কাজকে প্রশংসা কারা হয়েছে এবারের রিপোর্টে।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।