ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভূপেন হাজারিকার শারীরিক অবস্থা আশঙ্কাজনক

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১১
ভূপেন হাজারিকার শারীরিক অবস্থা আশঙ্কাজনক

কলকাতা: উপমহাদেশের বিশিষ্ট কণ্ঠশিল্পী ভূপেন হাজারিকার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ভারতের বাণিজ্য নগরী মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ৮৫ বছর বয়স্ক প্রবীণ এই কণ্ঠশিল্পী চিকিৎসাধীন রয়েছেন।

বৃক্ক সমস্যায় বর্তমানে তার ডায়ালিসিস চলছে।

হাসপাতালের মুখ্য পরিচালন আধিকারিক রাম নারাইন বৃহস্পতিবার বলেছেন,‘ দীর্ঘদিন ধরে নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে (আইসিইউ) তে থাকার ফলে তার সংক্রমণ হয়েছে। গত মঙ্গলবার থেকে তার দুটি কিডনি (বৃক্ক) কাজ করছে না। ফলে এই মুহূর্তে তার অবস্থা আশঙ্কাজনক। ’

তিনি বলেন,‘ তবে তিনি ডায়ালোসিসে সাড়া দিচ্ছেন। ওষুধ তার দেহে কাজ করছে। তার জ্ঞানও রয়েছে। ’

উল্লেখ্য, ৩০ জুন শ্বাসকষ্টের জন্য হাসপাতালে ভর্তি করা হয় ভূপেন হাজারিকাকে। সে থেকেই তিনি আইসিইউ-তে আছেন।

গত ২৩ অক্টোবর একটি ছোট অপারেশন হওয়ার পর তার শরীরে খাবারের নল প্রবেশ করানোর পর থেকেই শারীরিক অবস্থার অবনতি ঘটে।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।