ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রাজ্যের উন্নয়ন সমন্বয় করতে কমিটি করলেন মমতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১১
রাজ্যের উন্নয়ন সমন্বয় করতে কমিটি করলেন মমতা

কলকাতা: পশ্চিমবঙ্গের উন্নয়নের কাজ সমন্বয় করতে একটি কমিটি করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

বৃহস্পতিবার মহাকরণে তিনি একথা ঘোষণা করেন।



এদিন তিনি মহাকরণে রাজ্যের সব জেলার ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও) এবং  মহকুমা শাসকদের (এসডিও) নিয়ে বৈঠক করেন রাজ্যের ব্যাপক উন্নয়নের প্রশ্নে।

বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানত পঞ্চায়েত স্তরে উন্নয়নের সুবিধার জন্য এই ক্রিস্তরীয় অধিকর্তাদের কমিটি গঠন করা হল।

তিনি বলেন, পঞ্চায়েত ৩টি স্তরে জেলা, মহকুমা এবং ব্লকস্তরে এই কমিটি উন্নয়নের কাজ করবে। এই কমিটির মাথায় থাকবে জেলাশাসক, মহকুমাশাসক ও বিডিও। যে সব এলাকায় পঞ্চায়েত নেই সেখানে বিডিওরাই সব কাজ দেখবেন।

বাংলাদেশ সময়: ১৯47 ঘন্টা, নভেম্বর ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।