ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় ঈদের খুশীর হাওয়া

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১১

আগরতলা (ত্রিপুরা) : রাত পোহালেই ঈদ উৎসব। ত্রিপুরা রাজ্যজুড়ে এখন খুশীর হাওয়া।

মাত্র কয়েকদিন আগেই শেষ হয়েছে শারদোৎসব। এর মধ্যেই দরজায় দাড়িয়ে ঈদ উল আযহা। সব মিলিয়ে এখনও উৱসবের আমেজেই রয়েছে ত্রিপুরা।

মানুষ ব্যস্ত উৱসবের আয়োজনে। মূল্য বৃদ্ধির বাজারেও সাধারণ মানুষ তার সাধ্যমত আয়োজন এবং কেনাকাটায় নেমেছেন।

ত্রিপুরার যেসব এলাকায় বেশি মুসলমান থাকেন সেসব জায়গায় সরকারি তরফে অতিরিক্ত কাজের ব্যবস্থা করা হয়েছে। এতে মানুষের হাতে উৱসবের আগে কিছু টাকা এসে গেছে। এ দিয়ে  তারা উৱসবের কেনাকাটা করছেন।

এটা ঈদ উল আযহা হলেও রাজ্যের বাজারগুলোতে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনণর সেমাই। এছাড়া পাঠা, খাসি, গরু, হাঁস, মুরগী বিক্রি হচ্ছে বাজারগুলোতে।

ঈদ-উল আযহা উপলক্ষে হচ্ছে অতিথি আপ্যায়নের তোড়জোড়। ঘটে আত্মীক মেলবন্ধন। প্রসারিত হয় সম্প্রীতির বাতাবরণ। ত্রিপুরার সর্বত্র হিন্দু – মুসলিম অংশের মানুষের এই ঐক্যের ছবির মধ্য দিয়েই পালিত হচ্ছে পবিত্র ঈদ।

শনিবার এবং রোববার রাজ্যের প্রতিটি বাজার ছিল জমজমাট। মুলত: এদিন কৈলাসশহর, সোনামুড়া, বিশালগড়, প্রভৃতি এলাকার বাজারগুলোতে ঢুকতে হিমসিম খেতে হয়েছে। এই  এলাকাগুলতেই মুসলিম অংশের মানুষ থাকেন সব চেয়ে বেশী।

এদিকে মসজিদগুলোতেও চলছে প্রস্তুতি। সোমবার রাজ্যের মাসজিদগুলোতে হাজার হাজার মানুষের সমাগম হবে। ইদ-ঈদ উল আযহা উপলক্ষে আগামীকাল দেশ জুড়ে থাকবে সরকারি ছুটি।

বাঙলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।