ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

টিভিএস মোটরবাইকের নতুন কারখানা হচ্ছে পশ্চিমবঙ্গে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১১

কলকাতা: কথা রাখল পশ্চিমবঙ্গ সরকার, ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন রাজ্যে কৃষির বিপ্লবের পাশাপাশি শিল্পেও তিনি বিপ্লব আনবেন। আর তারই পদক্ষেপ হিসেবে এবার রাজ্যে তৈরি হতে চলেছে ভারতের দ্বিতীয় বৃহত্তম মোটরবাইক উৎপাদক সংস্থা টিভিএস এর মোটরবাইক।



শনিবার টিভিএস এবং অনাবাসী বাঙালি শিল্পপতি প্রসূন মুখার্জি সংস্থা মহাভারত সংস্থার উপস্থিতিতে রাজ্য সরকার নতুন প্রকল্পের বিষয়ে ‘নীতিগত’ ভাবে সম্মতি জানিয়েছে।

টিভিএস-এর এগজিকিউটিভ ডিরেক্টর এইচ লক্ষ্মণন জানিয়েছেন, আগামী মার্চ মাসের মধ্যে মাসে এক হাজার মোটরবাইক তৈরি করা হবে। ভবিষ্যতে গোটা পূর্ব ভারতের চাহিদা মেটাবে নতুন সংস্থা। এই মোটরবাইক বাংলাদেশে ও মায়ানমারের বাজারে পাঠানো হবে।

টিভিএস সূত্রে জানা গেছে, মোট ৬৬ একর জমির মধ্যে ৪৫ একরকে আলাদা (ডি-মার্জড) করে তৈরি হবে নতুন কারখানা। এ দিন রাজ্য সরকারের নীতিগত সম্মতির পর তাতে আইনি সিলমোহর দিতে হাইকোর্ট থেকে জমি-বিচ্ছেদের ‘শংসাপত্র’ নিতে হবে ‘ডি-মার্জড ফি’ বাবদ রাজ্য শিল্পোন্নয়ন নিগম পাবে আড়ই কোটি রুপি।

এ জন্য শুরুতে ৫০ কোটি রুপি বিনিয়োগ করবে টিভিএস। পাঁচ বছরে মোট ৩০০ কোটি রুপি ব্যয় করবে তারা। এর জন্য ২৫০ জনকে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে নিয়োগ করবে প্রতিষ্ঠানটি।

রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি বলেন, দু’পক্ষই আগে চিঠি দিয়ে নতুন সংস্থা তৈরির কথা বলেছিল। নতুন সংস্থা করে টিভিএস নিজেদের ‘ব্র্যান্ডে’ মোটরবাইক তৈরি করবে। বেশির ভাগ শেয়ার থাকবে টিভিএসের হাতে। ’

তিনি আরও বলেন, আমাদের মুখ্যমন্ত্রী এখানে একটা অটো হাব করতে চেয়েছিলেন। সেই লক্ষ্যেই এই কাজ হচ্ছে। পরিবহণ শিল্পে বড় লগ্নি ও কর্মসংস্থানকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। সেই লক্ষ্যে এই উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘন্টা, নভেম্বর ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।