ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মদ্যপ অবস্থায় সরকারি হাসপাতালে চিকিৎসকের পরিষেবা কলকাতায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২১ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১১

কলকাতা: দক্ষিণ কলকাতার সরকারি বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে মদ্যপ অবস্থায় এক চিকিৎসক জরুরি পরিষেবায় কাজ করছিলনে। রোগীর বাড়ির লোকেরা তা টের পাওয়ায় তাকে ঘিরে প্রতিবাদ জানায়।

এই নিয়ে রোববার সন্ধ্যা থেকে নিন্দায় উত্তাল হয় কলকাতা।

এই ঘটনার পরে অভিযুক্ত চিকিৎসক প্রদীপ কুমার ঘোষ সংবাদমাধ্যমকে বলেন, ‘অন্যায় হয়েছে। একটু বিয়ার খেয়ে ফেলেছিলাম দুপুর সাড়ে ১২টা নাগাদ। সকাল সাড়ে ৭টা থেকে কাজ করছি। অতিরিক্ত পরিশ্রমের জন্য মদ্যপান করেছি। ’

এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযুক্ত চিকিৎসককে অপসারণের দাবিতে বিক্ষোভ করতে থাকে সাধারণ মানুষ। পরে স্থানীয় যাদবপুর থানার পুলিশ এসে তাকে উদ্ধার করে।

রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা দপ্তরের অধিকর্তা সুশান্ত ব্যানার্জি এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ‘নিয়ম অনুযায়ী তার শাস্তি হবে। ডাক্তারির মত নোবেল প্রফেশনে একজন চিকিৎসক কখনই তার কর্মক্ষেত্রে মদ্যপ অবস্থায় কাজ করতে পারেন না। এটা চিকিৎসা বিরোধী কাজ। ’

এই ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তদন্তের নির্দেশ দিয়েছেন।

স্থানীয় পৌরমাতা মিতালি ভট্টাচার্য বলেন, ‘এর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অভিযোগ আসছে, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেয় নি। ’
রাজ্য প্রশাসন সুত্রে জানা গেছে, হাসপাতাল কর্তৃপক্ষ তাকে শোকজ করেছেন। তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। প্রয়োজনে তাকে গ্রেপ্তার করা হতে পারে।

বাংলাদেশ সময়: ০২১৩ ঘন্টা, নবেম্বর ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।