ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে শেখ হাসিনাকে আমন্ত্রণ

বাংলানিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৫ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১১
কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে শেখ হাসিনাকে আমন্ত্রণ

কলকাতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ের আগামী সমাবর্তন অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আসছে ডিসেম্বর বা জানুয়ারিতে এ সমাবর্তন অনুষ্ঠান হতে পারে।



রোববার কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক মুখপাত্র বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী সমাবর্তনে আমন্ত্রণ জানিয়েছেন আমাদের উপাচার্য। এ ব্যাপারে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মতির অপেক্ষায় আছি। ’

তিনি আরো বলেন, ‘আগামী ডিসেম্বর বা জানুয়ারিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সুবিধামতো সময়েই সমাবর্তন আয়োজন করা হবে। ’

তিনি জানান, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও পশ্চিমবঙ্গের গভর্নর এমকে নারায়ণনও শিগগিরই সমাবর্তনে অংশ গ্রহণের অনুরোধ জানিয়ে বাংলাদেশের সরকার প্রধানের কাছে চিঠি লিখবেন।

প্রসঙ্গত, এ সমাবর্তনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অংশ নেবেন। এতে শেখ হাসিনা যোগ দিলে তিস্তা চুক্তি নিয়ে বিতর্ক শুরুর পর এটিই হবে হাসিনা-মমতা প্রথম সাক্ষাৎ।

বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।