ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় তৃণমূলের দলীয় অফিসে হামলায় অভিযুক্ত সিপিএম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১১

কলকাতা: উত্তর কলকাতার বরানগরে সিপিএম এর বিরুদ্ধে তৃণমুলের দলীয় অফিসে হামলার অভিযোগ পাওয়া গেছে।

এই হামলার সময় দুদলের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন ১২ জন।



সোমবার সকালে এই ঘটনা ঘটে বরানগরের সুভাষ পল্লীতে। আহতদের বরানগর হাসপাতাল ও আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি আয়ত্বে আনে। দুদলের পক্ষ থেকে বিপক্ষ দলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সিপিএম সমর্থকরা তৃণমূলের দলীয় অফিসে চড়াও হয়। ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল সমর্থক আহত হন।

অন্যদিকে, সিপিএমের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন সকালে নভেম্বর বিপ্লবের স্মরনে সিটু সমর্থকরা পতাকা তুলতে গেলে তৃণমূল সমর্থকরা তাদের উপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন সিটু সমর্থক আহত হন।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘন্টা, নভেম্বর ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।