ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রাজ্যে পলিত হচ্ছে ‘জেল ভরো’ কর্মসূচি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৫ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১১
রাজ্যে পলিত হচ্ছে ‘জেল ভরো’ কর্মসূচি

কলকাতা: রাজ্যের বাম ও ডানপন্থী শ্রমিক সংগঠনগুলির ডাকে মঙ্গলবার ভারত জুড়ে পালিত হল `জেল ভরো` কর্মসূচি।

রাজ্যে অন্যান্য জেলার পাশাপাশি কলকাতায় সিটু, আইএনটিইউসি সহ এগারোটি শ্রমিক সংগঠনের মূল সমাবেশটি ছিল কলকাতার রাণী রাসমণি রোডে।

এদিন ধর্মতলায় প্রায় ত্রিশ হাজার মানুষের সমাবেশ ঘটে।

কলকাতা, দুই চব্বিশপরগণা, হাওড়া ও হুগলি থেকে সমাবেশে লোক আসে। আগেই ঠিক ছিল এদিন পাঁচ হাজার কর্মী আইন অমান্য করবেন। কিন্তু এদিন সংখ্যাটা তা ছাড়িয়ে যায় বলে দাবি করেছেন সিটুর রাজ্য সভাপতি শ্যামল চক্রবর্তী।

কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন মোট ছ`দফা দাবি নিয়ে এদিন জেল ভরো আন্দোলনের ডাক দেয়।

ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি ও দুর্নীতির, শ্রম আইন ভঙ্গের বিরুদ্ধে ও ঠিকা শ্রমিকদের ব্যবস্থা রদ, কেন্দ্রীয় সরকার কর্তৃক অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের সুনির্দিষ্ট হারে পেনশন, বেসরকারিকরণ, বিলগ্নীকরণ, পেনশন বাতিলের দাবির প্রতিবাদ, মাসিক ১০ হাজার রুপি নূন্যতম মজুরি নির্ধারণের দাবি এবং ট্রেড ইউনিয়ন রক্ষার দাবি এদিনের কর্মসূচি পালিত হয়।

কলকাতার বিরাট সমাবেশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। লেনিন সরণি, জওহরলাল নেহরু রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে মিছিল এসে জড়ো হয় রানি রাসমণি রোডে। সাধারণ মানুষ দুর্ভোগে পড়ে।

বাংলাদেশ সময়: ০২১৭ ঘন্টা, নভেম্বর ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।