ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মাওবাদীদের খুনের তালিকায় এবার তৃণমূল মন্ত্রী, সাংসদ, বিধায়ক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১১

কলকাতা: ভারতে নিষিদ্ধ ঘোষিত কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার (মাওবাদী) খুনের তালিকায় এবার পশ্চিমবঙ্গের তৃণম‍ূল মন্ত্রী, সাংসদ, বিধায়ক, নেতা সহ ৭ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।

রাজ্য প্রশাসনের একটি স‍ূত্রে বৃহস্পতিবার জানা গেছে, মাওবাদীদের রাজ্য কমিটির সম্পাদক আকাশের নামে এই খুনের তালিকা প্রকাশ করা হয়েছে।

এই তালিকায় রয়েছেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী সুকুমার হাঁসদা, কর্মসংস্থানমন্ত্রী শান্তিরাম মাহাতো, সাংসদ শুভেন্দু অধিকারীসহ সৃষ্টিধর মাহাতো, শ্রীকান্ত মাহাতো, অঘোর হেমব্রম, চূড়ামনি মাহাতো, দুলাল মুর্মু প্রমুখ।

একই সাথে জঙ্গলমহল এলাকার মাওবাদীরা পোস্টার দিয়ে ঘোষণা করেছে, এখন থেকে নির্বাচিত ৫ জন বিধায়ক পদত্যাগপত্র না দিলে শাস্তি পাবেন।

এদিকে, এই খবরের পরেই মাওবাদী অধ্যুষিত জঙ্গলমহলের তৃণম‍ূল মন্ত্রী, সাংসদ, বিধায়ক ও নেতাদের জন্য সবরকমের সুরক্ষা ব্যবস্থা করেছে প্রশাসন।

এদিকে বৃহস্পতিবার পুরুলিয়া জেলার ঘাটবেড়া থেকে পুলিশ বেশ কিছু বিস্ফোরক উদ্দার করেছে। এছাড়া ন্যাদাবহরা এলাকায় যৌথবাহিনী কয়েকটি ল্যান্ডমাইন উদ্ধার করেছে।

বাংলাদেশ সময়: ০১৩৪ ঘন্টা, নভেম্বর ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।