ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বিমান বন্দরে কংগ্রেস নেতার ব্যাগে তাজা বুলেট

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১১

আগরতলা (ত্রিপুরা): তাজা বুলেটসহ কংগ্রেসের এক নেতাকে বৃহস্পতিবার আগরতলা বিমান বন্দর থেকে আটক করে নিরাপত্তা কর্মীরা। ধৃত নেতার নাম অনিল ধনতরি।

তার বাড়ি হরিয়ানায়। তিনি ওখানকার কংগ্রেস বিধায়ক।

তাছাড়া অনিল ধনতরি যুব কংগ্রেসের সর্ব ভারতীয় স্তরের নেতা। রাহুল গান্ধীর ত্রিপুরা সফর উপলক্ষে তিনি দিন কয়েক আগে রাজ্যে আসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় রাহুল গান্ধী ফিরে যাবার পর তিনি আরেক কংগ্রেস নেতাসহ অন্য একটি বিমানে কলকাতার উদ্দ্যশে যাচ্ছিলেন।

বিমান বন্দরেই তার ব্যাগ পরীক্ষা করার সময় ঐ বুলেটটি উদ্ধার হয়। বিমান বন্দরের নিরাপত্তা কর্মীরা তাকে আটক করে। কিন্তু পুলিশের হাতে তুলে দেবার আগেই রাজধানী থেকে অন্য কংগ্রেস নেতারা গিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে আসে।

পরে অবশ্য ঘটনাস্থলে যান পশ্চিম জেলার পুলিশ সুপার অনীশ প্রসাদ।

এ ঘটনায় রাজধানীর রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ সময়: ০১৪৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।