ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

চার জেলার উন্নয়ন কাজ দেখতে জেলা সফরে মমতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১১
চার জেলার উন্নয়ন কাজ দেখতে জেলা সফরে মমতা

কলকাতা: জঙ্গলমহলের ৩টি জেলা ও বর্ধমান জেলার উন্নয়নের কাজ সরোজমিনে দেখতে শুক্রবার থেকে জেলা সফর শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

গত বৃহস্পতিবার রাতে কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্ধোধন সেরে তিনি রাত ৮টা নাগাদ বর্ধমানের দূর্গাপুরে যান।



শুক্রবার সকালে সাড়ে ১০টা নাগাদ পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দেন। দুপুর ২টোয় তিনি প্রশাসনিক বৈঠক করবেন পুরুলিয়ায়। এরপর দুপুর আড়ইটের সময় জঙ্গলমহলের বলরামপুরে তিনি জনসভা করেন।

বিকাল ৪টায় তিনি বাঁকুড়া যাবেন। সেখাসে সন্ধ্যায় প্রশাসনিক বৈঠক করবেন।

শনিবার সকালে তিনি বীরভূমের বোলপুরে যাবেন। সেখানে বৈঠক করে বর্ধমান শহরে এসে সন্ধ্যায় বৈঠক করে কলকাতায় ফিরবেন।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘন্টা, নভেম্বর ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।