ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

উৎসবে প্রধান অতিথি তুরস্কের পরিচালক জেইলান

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১১
উৎসবে প্রধান অতিথি তুরস্কের পরিচালক জেইলান

কলকাতা: এবারের ১৭তম কলকাতা চলচ্চিত্র উৎসবের প্রধান অতিথি হয়ে এসেছেন তুরস্কের বিখ্যাত পরিচালক নুরি বিলগেই জেইলান। এই উৎসবে দেখানো হচ্ছে তার ছবি ‘ওয়ানস আপন এ টাইম ইন আনাতোলিয়া’।



শুক্রবার মিডিয়া সেন্টারে সাংবাদিকের মুখোমুখি আলাপে জানালেন তার কথা।

প্রথমেই বললেন, ‘এই ফেস্টিভ্যালে আমাকে সবাই সেলান বলে ডাকছেন। ফলে বুঝতে পারছি না আমিই কি না! আমি জেইলান। ’
একেবারে ঘরোয়া মেজাজে আড্ডার ভঙ্গিতে কথা বলেন তিনি।
কলকাতা, ভিক্টোরিয়া এবং সত্যজিৎ রায়- ভারতীয় চলচ্চিত্র বলতে এইটুকই জানেন তিনি। সত্যাজিৎ রায়ের ছবি তিনি দেখেননি। কিন্তু মৃণাল সেনের তিনটি ছবির ডিভিডি দেখেছিলেন। কিন্তু মনে করতে পারলেন না কোনগুলো। ভিক্টোরিয়া ঘুরে তার খুব ভালো লেগেছে জানালেন।

তিনি নিজে একজন ফটোগ্রাফার, অভিনেতা, মুখ্য ক্যামেরাম্যান, চিত্রনাট্যকার এবং দক্ষ চলচ্চিত্র সম্পাদক। জীবনের প্রথম ছবি করেন ১৯৯৭ সালে। ছবির নাম স্মল টাউন। তুরস্কের গরিব মানুষ, সামাজিক জীবনের প্রতিচ্ছবি এবং বাস্তবতাকেই সেলুলয়েডে ধারণ করাই তার সহজাত স্বভাব।

বললেন, এই বিষয়ে ছবি আমার নিজস্ব স্টাইল বলতে পারেন। জানালেন এখন তার স্ত্রী শ্রীমতি জেইলান তার চিত্রনাট্যে সাহায্য করছেন। কলকাতা উৎসবে এই বছর প্রথম এসে বিশ্বের অনান্য চলচ্চিত্র উৎসবকে একটু বেশি নম্বর দিতে চান।

কারণ হিসাবে বললেন, কলকাতা শহরে কোথাও একটা জীবনের ছোঁয়া পাই। এই শহর নিয়ে ছবি করতে চাই। কিন্তু পারবো না কারণ ভাষা বুঝি না।

তবে সুযোগ পেলে তুরস্কের নোবেল জয়ী সাহিত্যিক অরহান পামুক-এর গল্প নিয়ে ছবি করবেন বলে জানালেন জেইলান।

বাংলাদেশ সময়: ১০২৯ ঘন্টা, নভেম্বর ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।