ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দার্জিলিং পাহাড়ে পৌরভোটে এবার মোর্চার বাঙালি প্রার্থী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১১

কলকাতা: দার্জিলিং পাহাড়ের ৪টি পৌরসভায় আগামী ১১ ডিসেম্বর যে ভোট অনুষ্ঠিত হতে চলেছে, তাতে গোর্খা জনমুক্তি মোর্চার পক্ষে এবার একজন বাঙালি প্রার্থী হয়েছেন।

দার্জিলিং পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডে মোর্চার ওই প্রার্থী হচ্ছেন শুভময় চ্যাটার্জি।

শনিবার তিনি মনোনয়নপত্র জমা দেবেন বলে জানিয়েছেন মোর্চার সভাপতি বিমল গুরুং।

তিনি শনিবার সকালে জানিয়েছেন, এবারের পৌর নির্বাচনে গোর্খা ভাষার মানুষ নন, এমন ৫ জনকে তারা প্রার্থী করছেন।

কয়েকপুরুষ ধরে দার্জিলিং শহরের বাসিন্দা ৫২ বছরের শুভময় মোর্চার শহর কমিটির সহসভাপতি। এখন পেশায় ব্যবসায়ী হলেও এক সময় শিক্ষকতা করতেন।

মোর্চার প্রার্থী হবার পর তিনি বলেন, পাহাড়ের উন্নয়নের সাথে জড়িত হওয়ার পাশাপাশি বাঙালিসহ অ-গোর্খা সম্প্রদায়ের মানুষের স্বার্থরক্ষা করতে চাই।

বাংরাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।