ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রাহুল গান্ধী একজন ‘গণ্ডমূর্খ’: সিপিআই(এম)

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১১
রাহুল গান্ধী একজন ‘গণ্ডমূর্খ’: সিপিআই(এম)

আগরতলা (ত্রিপুরা) : কংগ্রেসের সর্ব ভারতীয় নেতা রাহুল গান্ধীকে ‘গণ্ডমূর্খ’ বলে অভিহিত করলো সি পি আই (এম)।

বৃহস্পতিবার রাহুল গান্ধী ত্রিপুরা সফর করেন।

দুটি জনসভায় ভাষণ দেন। তার সাথে ছিলেন কংগ্রেসের সর্ব ভারতীয় স্তরের অন্য নেতারাও। জন সভাগুলতে তিনি রাজ্যের বামফ্রন্ট সরকারের তীব্র সমালোচনা করেন।

রাহুল গান্ধীর বক্তব্য নিয়ে সি পি আই (এম) ত্রিপুরা রাজ্য সম্পাদকমণ্ডলী এক বিবৃতি দিয়েছে। এতে কংগ্রেসের এই সর্ব ভারতীয় নেতাকে তারা চাঁছাছলা ভাষায় আক্রমণ করেছে। তার বক্তব্যকে, নির্লজ্জ মিথ্যাচার এবং কুৎসাপূর্ণ বলেও সি পি আই (এম) দাবি করেছে।

সারা দেশে কংগ্রেস রাহুল গান্ধীকে দেশের ভাবী প্রধান মন্ত্রী হিসাবে তুলে ধরছে। ত্রিপুরার জন সভার মঞ্চ দুটিতেও কংগ্রেস নেতারা তাকে ভাবী প্রধান মন্ত্রী হিসাবে আখ্যায়িত করেন। আর তাকেই তীব্র ভাবে আক্রমণ করলো সি পি আই (এম)। সম্প্রতিক সময়ের মধ্যে কোন রাজনৈতিক দল তাকে এত কঠোর ভাষায় সমালোচনা করেনি।
 
জন সভা গুলোতে রাহুল গান্ধী বলেন, কেন্দ্র টাকা দিলেও সে টাকা ঠিক ভাবে সাধারণ মানুষের জন্য খরচ করছেনা বাম সরকার। জনগণের টাকা লুটপাট হচ্ছে। আগামী নির্বাচনে তাই বাম সরকারকে হটিয়ে কংগ্রেসের সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।
 
এ প্রসঙ্গে সি পি আই (এম) বলেছে, মিথ্যাচার কংগ্রেস দলের চারিত্রিক বৈশিষ্ট। রতা ত্রিপুরার মানুষ জানেন। কিন্তু কংগ্রেস দলের সর্ব ভারতীয় নেতাটি যে একজন, ‘গণ্ডমূর্খ’ তা রাজ্যের মানুষের জানা ছিল না।

আগামী ২০১৩ সালের প্রথম দিকে রাজ্যের বিধান সভা নির্বাচন। রাহুল গান্ধীর ঐ দিনের সমাবেশের মধ্য দিয়ে কংগ্রেস যেমন তাদের নির্বাচনী প্রচার অভিযান শুরু করেছে তেমনি রাহুল গান্ধীকে সরাসরি আক্রমনের মধ্য দিয়ে দু‘পক্ষের নির্বাচনী তরজা শুরু হয়ে গেল বলা যায়।  

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।