ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় জুনিয়ার ডাক্তাদের কর্মবিরতি চলছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১১

কলকাতা: মহানগরীর ন্যাশনাল মেডিক্যাল কলেজে জুনিয়ার ডাক্তারদের কর্মবিরতি চলেছে। বিগত তিনদিন ধরে তারা এই কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন।

হাসপাতালে কর্মরত চিকিৎসকদের রুগির পরিবারের লোকজনদের মারপিটের ঘটনা কেন্দ্রে করে এই কর্মবিরতি চলছে।

বিক্ষোভরত চিকিৎসকদের বক্তব্য, মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা সোজাসুজি কথা বলতে চান। চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে এই কর্মবিরতি চলেছে।

স্থানীয় বেনিয়াপুকুর থানার পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে।

গত বৃহস্পতিবার রাতে রণক্ষেত্র হয়ে ওঠে ন্যাশনাল মেডিক্যাল কলেজ। জুরুরী বিভাগে ডাক্তার না থাকায় আলেকজেন্ডার সিং নামে এক ব্যক্তির মৃত্যু হয়। এরপরে রোগীর বাড়ির লোকেরা জুনিয়ার ডাক্তারদের ধরে মারধোর করে।

শুক্রবার সকাল থেকে হাসপাতালের ইমার্জেন্সির সামনে জুনিয়ার ডাক্তাররা কর্মবিরতির ডাক দেয়। সকালে রোগীরা চিকিতসার জন্য এলেও জুনিয়ার ডাক্তারেরা কোনও কাজ করেন নি। আউটডোরে দূরদূরান্তের রোগীদের ফিরিয়ে দেওয়া হয়। এরপরে রোগীর বাড়ির লোকেরা রাস্তা অবরোধ করে। পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়।

শনিবার রাজ্য সরকারের পক্ষ থেকে কর্মবিরতি প্রত্যাহারের প্রস্তাব দিলে জুনিয়ার ডাক্তাররা সোমবার পর্যন্ত তা চালিয়ে যাবার সিদ্ধান্ত গ্রহণ করেন। এই আন্দোলনে এদিন সামিল হয়েছেন নার্সদের একাংশ। সব মিলিয়ে হাসপাতালে অচলঅবস্থার সৃস্টি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘন্টা, নভেম্বর ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।