ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পেট্রোপণ্যের দাম কমানো সম্ভব নয়: প্রণব মুখার্জি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১১
পেট্রোপণ্যের দাম কমানো সম্ভব নয়: প্রণব মুখার্জি

কলকাতা: ভারতে পেট্রোপণ্যের দাম কমানো সম্ভব নয় বলে পরিস্কার জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখার্জি।

শনিবার পশ্চিমবঙ্গের বহরমপুর শহরে একটি অনুষ্ঠানে তিনি বলেন, দেশের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি।



তিনি আরও বলেন, সরকারের পক্ষে পেট্রোপণ্যের দাম কমানো সম্ভব নয়, কারণ এমনিতেই জ্বালানি তেল কোম্পনিগুলোকে অনেক ভর্তুকি দিয়েছে সরকার। অপরিশোধিত তেলের দাম অনেক বেড়ে গেছে। বিদেশী তেল কোম্পানিগুলো তেলের দাম বাড়াচ্ছে।

এদিন তিনি নিজস্ব রাজস্ব বাড়ানোর ব্যবস্থা করার জন্য বিভিন্ন রাজ্য সরকারকে পরামর্শ দেন। তিনি বলেন, কেন্দ্রের ওপর ভরসা করলে চলবে না।

রাজ্যের বর্তমান অর্থনৈতিক সঙ্কটের জন্য সাবেক বামফ্রন্ট সরকারকে দায়ী করে বলেন, বার বার বলা সত্ত্বেও তারা রাজস্ব  বাড়াতে ব্যর্থ হয়েছেন। তাই বর্তমান রাজ্য সরকার আর্থিক সঙ্কটে পড়েছে।

দাম বাড়লে হরতাল করে সমস্যার সমাধান হয় না বলে তিনি বলেন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে গণবন্টন ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে হবে।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘন্টা, নভেম্বর ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।