ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় কৃষি উৎপাদন বাড়াতে পুতুল নাচ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১১

আগরতলা (ত্রিপুরা) : কৃষি উৎপাদন বাড়ানোর জন্য অভিনব উদ্যোগ নিয়েছে ত্রিপুরার বামফ্রন্ট সরকার। এখন থেকে পুতুল নাচ, সিনেমা প্রভৃতির মাধ্যমে কৃষকদের সচেতন করা হবে।

এর মধ্য দিয়ে দেওয়া হবে আধুনিক চাষবাস সম্পর্কে কৃষি উৎপাদন বাড়ানোর শিক্ষা।

সম্প্রতি কৃষি উৎপাদন বাড়াতে বিশেষ প্রচারাভিযান শুরু করেছে রাজ্যের কৃষি দপ্তর। এর নাম দেওয়া হয়েছে ‘প্রযুক্তি প্রচার অভিযান’।

২১ ডিসেম্বর পর্যন্ত রাজ্যের প্রতিটি মহকুমাতে চলবে এই কর্মসূচি। ত্রিপুরাকে খাদ্যে স্বয়ম্ভর করে তুলতে প্রতি ইঞ্চি জমিতে উৎপাদন বাড়ানোর লক্ষ্যেই দপ্তর এই কর্মসূচি হাতে নিয়েছেন বলে জানিয়েছেন দপ্তরের অধিকর্তা।

এক সময় গ্রামে গঞ্জে পুতুল নাচ বেশ জনপ্রিয় থাকলেও এখন এই শিল্পকলা প্রায় হারিয়ে যেতে বসেছে। নতুন প্রজন্মের অনেকেই এই শিল্পের সাথে পরিচিত নয়।

অধিকর্তা জানিয়েছেন, পুতুল নাচের মধ্য দিয়ে কৃষকদের সহজেই যেমন ওয়াকিবহাল করানো যাবে, তেমনি হারিয়ে যেতে বসা একটি শিল্পকেও অক্সিজেন দেওয়া সম্ভব হবে।

সম্প্রতি ভারতের ‘গ’ শ্রেণীভুক্ত রাজ্যগুলোর মধ্যে ধান উৎপাদনে ত্রিপুরা প্রথম হয়েছে। এ জন্য ত্রিপুরাকে পুরস্কৃতও করা হয়েছিল। তারপরেও খাদ্যে ঘাটতি থাকছে এখানে। তাই রাজ্য সরকার চাইছে উৎপাদন বাড়ানোর জন্য ব্যপক প্রচার অভিযান চালাতে।    

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।