ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সাংবাদিক শামসুর রহমানের হত্যাকারী পাগলা সেলিম গ্রেপ্তার

রক্তিম দাশ. সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১১

কলকাতা: বিশিষ্ট সাংবাদিক শামসুর রহমান হত্যার মূল অভিযুক্ত পাগলা সেলিম পশ্চিমবঙ্গ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে।

উত্তর ২৪ পরগণা পুলিশ সুত্র্রে জানা গেছে, শনিবার রাতে পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ সল্টলেকের সিটি সেন্টারের কাছ থেকে সেলিমকে গ্রেপ্তার করে।



রোববার দুপুরে তাকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়। তার বিরুদ্ধে বেআইনিভাবে ভারতে অনুপ্রবেশ ও বসবাসের অভিযোগ আনা হয়েছে। বিচারক সেলিমকে ৫ দিনের পুলিশ রিমান্ডে রাখার নির্দেশ দিয়েছেন।

বিধানননগর পুলিশ জানিয়েছে, শঙ্কর সেন নামে বাংলাদেশ সীমান্তবর্তী বনগাঁর গোপালনগরে বসবাস করছিল সেলিম। বাংলাদেশ থেকে জাল নোট এনে ব্যবসা করত সে। এর জন্য দিল্লি, মুম্বাই, আজমীর, নাসিকে সে প্রায়ই যাতায়াত করত।

পুলিশ আরও জানিয়েছে, মুম্বাই পুলিশের হাতেও সেলিম একবার গ্রেপ্তার হয়েছিল। ওখান থেকে ছাড়া পেয়ে সে গোপালনগরে বাড়ী ভাড়া নিয়ে বসবাস শুরু করে।

উল্লেখ্য, যশোরের সাংবাদিক শামসুর রহমানকে ২০০০ সালে ১৬ জুলাই তার অফিসের মধ্যেই তাকে গুলি করে খুন করে সেলিম।

তার নামে চার্জশিট হয়। ২০০৪ এ ঢাকায় একবার গ্রেপ্তার হলেও জামিনে ছাড়া পেয়ে সে ভারতে পালিয়ে আসে।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।