ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় দীপু মনি ও মমতার বৈঠকের সময় ঠিক হয়নি

রক্তিম দাশ. সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১১

কলকাতা: আগামীকাল বুধবার কলকাতায় আসছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি।  

মহাকরণ সূত্রে জানা গেছে, সোমবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে তার আসার খবর জানানো হয়।

ওই দিন যাতে তার সঙ্গে দীপু মনির বৈঠক সম্ভব হয়, তার জন্য সময় চাওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে।

সূত্র জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত তার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষ‍াতের সময় চূড়ান্ত করা যায়নি।
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনার মোস্তাফিজুর রহমান মঙ্গলবার সকালে বাংলানিউজকে বলেছেন,  বেঙ্গালুরুতে একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী আসছেন।

এই সম্মেলন শেষে ঢাকায় ফিরে যাবার পথে তিনি কলকাতায় রাত যাপন করবেন। কলকাতায় কখন আসবেন তা এখন জানা যায়নি। মুখ্যমন্ত্রীর সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ এর কথা আছে।

ডা. দীপু মনির এই সংক্ষিপ্ত সফরকে কলকাতার রাজনৈতিক মহল গুরুত্বপূর্ণ মনে করছে। তাদের মতে, তিস্তা পানিবন্টন চুক্তি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলার জন্যই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কলকাতায় আসছেন দীপু মনি।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘন্টা, নভেম্বর ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।